তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

প্রথম পাতা » খেলাধুলা » তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১
রবিবার, ২৪ আগস্ট ২০২৫



তিন সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪৩১

প্রথম দুই ওয়ানডে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ আগেই খুইয়েছে অস্ট্রেলিয়া। সিরিজ হারের জেদ মনে হয় তৃতীয় ওয়ানডেতে ওঠাল অজিরা। রোববার (২৪ আগস্ট) ম্যাকেতে সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়িয়েছে ২ উইকেটে ৪৩১ রান। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মাটিতে এখন এটাই সর্বোচ্চ দলীয় স্কোর।

রোববার টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। আগের ম্যাচে সিরিজ নিশ্চিত হওয়ায় দক্ষিণ আফ্রিকার দলে ছিল বেশকিছু পরিবর্তন। সেটাকেই কাজে লাগিয়েছে অজি ব্যাটসম্যানরা। ট্রাভিস হেড ও মিচেল মার্শের ওপেনিং জুটি থেকেই আসে ২৫০ রান। যেখানে হেড ১০৩ বলে ১৭ চার ও ৫ ছক্কায় করেন ১৪২ রান।

হেড আউট হওয়ার কিছুক্ষণ পরই শতক হাঁকান মার্শ। তবে শতক করার পরের বলেই মুতুসামির বলে ক্যাচ দিয়ে ফেরেন অজি অধিনায়ক। এরপর ক্যামেরুন গ্রিন ও অ্যালেক্স ক্যারি ইনিংসের শেষ পর্যন্ত খেলে যান।

মাত্র ৪৭ বলে শতক হাঁকিয়ে রেকর্ডের খাতায় নাম তোলেন গ্রিন। ম্যাক্সওয়েলের (৪০ বলে) পর অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বনিম্ন বলে শতক হাঁকালেন এই অজি অলরাউন্ডার। আর ওয়ানডে ক্রিকেটে যা যৌথভাবে দশম। ২০২২ সালে নেদারল্যান্ডসের বিপক্ষেও ৪৭ বলে শতক করেছিলেন ইংলিশ ব্যাটার জস বাটলার।

গ্রিন ৫৫ বলে ৬ চার ও ৮ ছক্কার মারে ১১৮ রানে অপরাজিত ছিলেন। আর শেষদিকে ক্যারিও নিজের অর্ধশতক পূরণ করেছেন। ৩৭ বলে ৫০ রানে অপরাজিত থাকেন ক্যারি। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট পেয়েছেন কেশব মহারাজ ও সেনুরান মুতুসামি।

এদিকে অস্ট্রেলিয়ার ৪৩১ রানের পুঁজি ওয়ানডে ক্রিকেটে দশম সর্বোচ্চ। আর অস্ট্রেলিয়ার মাটিতে এটিই এখন সর্বোচ্চ স্কোর। এর আগে ২০১৫ সালে ওয়াকাতে আফগানিস্তানের বিপক্ষে ৪১৭ রানের সংগ্রহ পেয়েছিল অস্ট্রেলিয়া। যা এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে ছিল সর্বোচ্চ।

বাংলাদেশ সময়: ১৫:৪৯:০৫   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ইসরাইলের বিপক্ষে ইতালির সহজ জয়
বাংলাদেশকে ২৯৪ রানের টার্গেট দিল আফগানিস্তান
আশা জাগিয়েও হতাশার ড্র বাংলাদেশের
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
১৩ কোটি টাকার দুই টার্ফ উদ্বোধন, ফিফা সেন্টার নিয়ে উপদেষ্টার আশ্বাস
আশা জাগিয়েও দ. আফ্রিকার কাছে হারলো বাংলাদেশ
নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি
খুলনাকে উড়িয়ে আবারও চ্যাম্পিয়ন রংপুর
ফুটবল ফাইনালে সরিষাবাড়ী এক্সপ্রেস চ্যাম্পিয়ন !
জার্মানদের আক্রমণের ঝড়ে উড়ে গেলো লুক্সেমবার্গ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ