
ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এখনও সময় আছে, জটিলতা তৈরি না করে সংস্কারসহ অন্যান্য কাজগুলো দ্রুত করুন। ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে দ্রুত পদক্ষেপ নিন।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কাজী জাফর আহমেদ ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, এখন কেমন যেনো হতাশার ছায়া ঘোরাঘুরি করছে। বেশিরভাগ মানুষ নষ্ট হয়ে গেছে, দুর্নীতি আর দুর্নীতি। যেদিকে তাকাবেন সেখানেই দুর্নীতি। দুঃখজনক রাজনৈতিক নেতারা জড়িত হয়ে পড়ছে।
তিনি বলেন, ৭১ ভোলানোর চেষ্টা চলছে, যা ভোলানো সম্ভব নয়। অনেক নির্যাতন হয়েছে সেসময়। যারা সেদিন পাকিস্তানিদের সহযোগিতা করেছে তারাই এখন বড়বড় কথা বলছে। তাই অনেক বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। লক্ষ্য অর্জনে সজাগ থাকতে হবে। অর্জন করে ফেলেছি ভাবলে বিরাট ভুল হবে।
বিএনপির এই নেতা বলেন, সরকারের ভেতরে একটি মহল অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে গণতান্ত্রিক শক্তি যেনো ক্ষমতায় আসতে না পারে। সে চেষ্টা আছে। সরকারের কর্মকর্তাদের নিউইয়র্কে হামলা করছে। এমন হলে কেমন হবে।
তিনি অভিযোগ করে বলেন, লুটেরা ব্যবসায়ী এস আলম দিল্লিতে বসে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে হাসিনাকে। পরিকল্পনা করা হচ্ছে সেই টাকা ব্যবহার করে হাসিনাকে দেশে ফিরিয়ে নির্বাচন বানচাল করবে।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফখরুল বলেন, এক বছরের মধ্যে অনেক পরিবর্তন সম্ভব ছিল। তিনমাসের মধ্যে নির্বাচন করলে নির্বাচিত সরকার আসতো। এখনও সময় আছে, জটিলতা তৈরি না করে সংস্কারসহ অন্যান্য কাজগুলো দ্রুত করুন। ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে দ্রুত পদক্ষেপ নিন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিবের পেছনে পাগলের মত সবাই ছুটেছিলাম, মওলানা ভাসানি পেছনে পড়ে গিয়েছিলেন, কিন্তু জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করেছিলেন শেখ মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৫:২৯:২১ ১১ বার পঠিত