রাকসু নির্বাচন পেছালো, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাকসু নির্বাচন পেছালো, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর
বুধবার, ২৭ আগস্ট ২০২৫



রাকসু নির্বাচন পেছালো, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন ১৩ দিন পেছানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ সেপ্টেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে ১৫ সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারিত ছিল।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তফসিল পুনর্বিন্যাসের এ ঘোষণা দেন, রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, নির্বাচনকে সুষ্ঠ ও অংশগ্রহণমূলক করার জন্য পূর্বনির্ধারিত তফসিলের সময় যথেষ্ট হচ্ছে না। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে প্রার্থীদের ডোপ টেস্ট করার দীর্ঘ সময় প্রয়োজন, যা আমাদের ধারণায় ছিল না। এছাড়াও ভোটকেন্দ্র আবাসিক হল থেকে অ্যাকাডেমিক ভবনে স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাইসহ সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এছাড়া নতুন তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় মনোনয়নপত্র বিতরণ করা হবে ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ১ থেকে ৪ এবং ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৮ ও ৯ সেপ্টেম্বর, প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে ১১ সেপ্টেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এছাড়া প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ১৬ সেপ্টেম্বর। সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে আগামী ২৮ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেইদিন ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। এসময় নির্বাচন কমিশনারগণও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৫৯   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
রাকসু নির্বাচন পেছালো, ভোটগ্রহণ ২৮ সেপ্টেম্বর
জামালপুরে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা
দাম্পত্যজীবনে সুখী হওয়ার উপায় জানালেন কাজল
তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে
১ হাজার ১ টাকায় মসজিদ ও মন্দিরকে জমি দিল সরকার
আসন বিন্যাস চায় পাবনা, আগের আসন পুনর্বহাল চায় সিরাজগঞ্জবাসী
প্রকৌশল শিক্ষার্থীরা দাবিগুলো প্রস্তাব আকারে দিলে সমাধান করে দেব জনপ্রশাসন সচিব
জটিলতা তৈরি না করে সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দিন: ফখরুল
কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ