বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

নাসিক প্রশাসক কামরুজ্জামানের বদলি প্রত্যাহারের দাবি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিক প্রশাসক কামরুজ্জামানের বদলি প্রত্যাহারের দাবি
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫



---

জুলাই গণঅভ্যুত্থানের পর সারাদেশের সিটি কর্পোরেশনগুলোর মেয়রদের অপসারণ করা হলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এএইচএম কামরুজ্জামান। তবে, গত বুধবার (২৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে তাকে খাদ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ফলে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন সিটি কর্পোরেশনের দায়িত্ব ছাড়ার পরিস্থিতি তৈরি হয়েছে কামরুজ্জামানের।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) তিনি আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭৭৫ কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন। এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে অনেকে নগর প্রশাসকের দায়িত্বে থাকা কামরুজ্জামানের বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন। এক্ষেত্রে তারা এ সরকারি কর্মকর্তার ‘সততা ও কর্মঠ’ ভূমিকার কথা তুলে ধরেন।

বক্তাদের অনেকে বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বদলির প্রক্রিয়া স্বাভাবিক। তবে, গত কয়েকমাসে এ কর্মকর্তার কার্যক্রমে নগরবাসী ‘সন্তুষ্ট’, সুযোগ থাকলে এ বদলির আদেশ প্রত্যাহার নগরীর সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার জন্য প্রয়োজন।

জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও সাবেক কাউন্সিলার দিলারা মাসুদ ময়না বলেন, “সরকারি নিয়ম অনুযায়ী কেউ যাবে আর কেউ আসবে। কিন্তু সম্ভব হলে আপনি থাকুন। আমাদের জনপ্রতিনিধি নেই, আপনারা আমাদের অতিরিক্ত কাজ করছেন। আমরা ভালো মানুষ চাই। আমরা চাই নির্বাচন পর্যন্ত আপনি থাকুন এবং শহরকে সুন্দর করে দিয়ে যান।”

সাবেক কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস বলেন, “৫ আগস্টের পর নিয়োগ পাওয়া বর্তমান প্রশাসক নানা সমস্যার সম্মুখীন হয়েছেন। আপনার উচিত ছিল এগুলো সমাধান করা। কিন্তু না করেই আপনি চলে যাচ্ছেন। নতুন প্রশাসক এসে এসব বুঝতে বুঝতেও সময় লাগবে ৬ মাস। শহরে অনেক প্রকল্প চলছে, দপ্তরগুলো নিজেদের মত করে কাজ করছে। প্রকল্পভারে শহর ম্যাসাকার হয়ে যাবে। সিটির উন্নয়ন ও মানুষের কথা ভাবা নগর কর্র্তৃপক্ষ সিটি কর্পোরেশনের দায়িত্ব তাই এসব বিষয়ে তাদের লড়াই করার কথা। এমন ভঙ্গুর অবস্থায় রেখে বদলির সিদ্ধান্ত জনগণের জন্য কতটুকু জনবান্ধব হবে তা প্রশ্ন রাখে।”

এ প্রশাসকের বদলির পেছনে ‘অদৃশ্য শক্তির’ ভূমিকাও দেখছেন বলে জানান মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী। তিনি বলেন, “আপনি এইখানেই থেকে যান। আপনাকে কে বদলি করেছে, কোন সে অদৃশ্য শক্তি তা জনসম্মুখে আসা দরকার।”

ব্যবসায়ী হারুণ অর রশীদ বলেন, “আমরা জন্ম থেকে জ্বলছি। ঘর থেকে বের হতে পারি না, অটো আর হকার। সড়কগুলোর বেহাল অবস্থা। আপনি চলে যাবেন, যাওয়ার আগে এগুলোর সমাধান করে দিয়ে যান। নগরবাসীর টাকায় এ প্রতিষ্ঠান কিন্তু আমরা সেবা পাই না।”

আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি নূরউদ্দিন আহমেদ বলেন, “আমরা যখনই সিটি কর্পোরেশন এসেছি প্রশাসক সাহেবকে পেয়েছি। যখনই প্রয়োজন হয়েছে উনাকে পেয়েছি। আপনার কাজগুলো সম্পন্ন করে তারপর প্রস্থান করা উচিত।”

তবে, বাজেট ঘোষণার পর উন্মুক্ত আলোচনায় শহরের পানির সংকট, সড়কে যানজট, ব্যাটারিচালিত অটোরিকশার নিয়ন্ত্রণহীন চলাচল, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গুর প্রকোপ ও বহুল আকাঙ্খিত কদমরসুল সেতু প্রকল্পের কথাও তুলে ধরেন নগরবাসী। সংকট সমাধানে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে এসব কাজে কার্যকরী পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।

বাংলাদেশ সময়: ২১:০৭:০০   ২২ বার পঠিত