
জামালপুর প্রতিনিধি : সরকারের কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) কর্মসূচির আওতায় ২০২৪-২৫ অর্থবছরে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাস্তবায়িত হয়েছে শতাধিক উন্নয়ন প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো, রাস্তাঘাট, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের দৃশ্যমান উন্নয়ন হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম ও দ্বিতীয় পর্যায়ে মোট ১১৯.২৯ মেট্রিক টন গম ব্যবহার করে ১৮টি, ও ১ কোটি ৬৮ লাখ টাকা ব্যয়ে ৩৯টি এবং টিআর কর্মসূচির আওতায় ১ কোটি ৬০ লাখ টাকা দিয়ে ৮৯টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও, তৃতীয় পর্যায়ে ৮৪ লাখ টাকায় ৩২টি, ৪৮ মেট্রিক টন চাল ও সমপরিমাণ গমে ২০টি এবং ৭৮ লাখ ৫৩ হাজার টাকায় ৪৬টি প্রকল্প সফলভাবে সম্পন্ন হয়েছে।
জানা গেছে, এই প্রকল্পগুলোর মাধ্যমে উপজেলার বিভিন্ন জরাজীর্ণ রাস্তাঘাট মেরামত করা হয়েছে, যা কৃষিপণ্য পরিবহনে কৃষকদের জন্য সুবিধা এনেছে। পাশাপাশি, মসজিদ, মন্দির, শ্মশান ও কবরস্থানসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সংস্কার ও আধুনিকায়ন করা হয়েছে। স্থানীয় সচেতন কৃষক, শিক্ষার্থী এবং ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা এই উন্নয়নকে স্বাগত জানিয়েছেন এবং বলেছেন যে এটি সরাসরি তাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
এছাড়াও স্থানীয়রা আরও জানান, উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কঠোর তদারকির কারণে প্রকল্প বাস্তবায়নে কোনো অনিয়ম হয়নি। তাঁদের সঠিক দিকনির্দেশনা ও পর্যবেক্ষণে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে, যা জনগণের আস্থা বাড়িয়েছে।
এসব প্রকল্পের সফল বাস্তবায়ন সরিষাবাড়ী উপজেলার সামগ্রিক জনজীবনে স্বাচ্ছন্দ্য এনেছে এবং উন্নয়নের ধারাবাহিকতাকে গতিশীল করেছে।
বাংলাদেশ সময়: ১৯:৪৪:০৫ ৩৩ বার পঠিত