সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫



সাতক্ষীরা সীমান্তে বিজিবির কাছে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর

অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক ১৫ বাংলাদেশি নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

বিজিবি জানায়, গত ২৭ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে অবৈধভাবে ভারত প্রবেশের সময় ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে বিএসএফ তাদের আটক করে।

তারা হলেন—সাতক্ষীরার শ্যামনগরের পশ্চিম কৈখালী গ্রামের আব্দুর রব সরদারের ছেলে মো. সেকেন্দার হোসেন (৩৩), শ্যামনগরের নকিপুর গ্রামের কালাচাঁদ গাজীর ছেলে মো. আব্দুল্লা গাজী (৩৮), শ্যামনগরের যোগেন্দ্রনগর গ্রামের মো. সুজাত আলী গাজীর মেয়ে ঝর্ণা খাতুন (৩৮), পিরোজপুর জেলার খানাকুনিয়ারী গ্রামের এছাহাক মোল্লার ছেলে রুহুল আমিন (৪০), রুহুল আমিনের স্ত্রী শেফালী বেগম (৩৫), মেয়ে সুমাইয়া আক্তার (০৭), শ্যামনগরের কালিঞ্চির গোলাখালী এলাকার মিকাইল মোল্লার স্ত্রী নাজমা বিবি (৩৩), মেয়ে মাহেরা আক্তার (০৬), ছেলে নাজমুল হাসান নাইম (১৬), মেয়ে মিনা (১৩), খুলনার বাটিয়াঘাটা কৃষ্ণনগর, জলমা এলাকার মৃত জিয়ারুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৪৪), মেয়ে হাসিনা খাতুন (১০), শ্যামনগরের নওয়াবেঁকীর পূর্ব বিড়ালক্ষী গ্রামের আবিয়ার রহমান শেখের মেয়ে মাফুজা খাতুন (৩৪), মেয়ে তানিয়া সুলতানা (১০) ও ছেলে মাফুজ রহমান (০২)।

সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক বলেন, বিএসএফের হাতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবি থানায় হস্তান্তর করেছে। ইতোমধ্যে তাদের নাম-ঠিকানা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট থানায় তথ্য পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বৈধ অভিভাবকদের জিম্মায় তাদের হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪১:২৫   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


কুষ্টিয়ায় রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে নতুন এসপির মতবিনিময়
ঝিনাইদহে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ষাট গম্বুজ মসজিদে দোয়া মাহফিল
মোংলা বন্দরের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
খুলনায় চলছে ৮ দলের বিভাগীয় সমাবেশ
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক
চাঁদাবাজি-টেন্ডারবাজির প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব : রাশেদ খান
খুলনায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালন
যশোরে ককটেল-পেট্রলবোমাসহ যুবদল নেতা আটক
সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ : রাশেদ খান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ