গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪

প্রথম পাতা » আন্তর্জাতিক » গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪

ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটিতে উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে তীব্র সংঘাত শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর। শনিবার স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ সংঘাতে ইতোমধ্যে এক জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন এবং নিখোঁজ অবস্থায় আছেন আরও ৪ সেনা।

ইসরায়েলি সম্প্রচার সংবাদমাধ্যম চ্যানেল আই২৪ এবং জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রোয়া নিউজের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। চ্যানেল আই২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুসারে গাজা সিটির দিকে অগ্রসর হচ্ছিলেন ইসরায়েলি সেনারা। সে সময়ে হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডের প্রতিরোধের মুখে পড়েন তারা।

চ্যানেল আই২৪ এবং অন্যান্য ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় আইডিএফ এবং আল-কাসাম ব্রিগেডের মধ্যে সবচেয়ে গুরুতর যেসক সংঘাত হয়েছে, সেসবের মধ্যে এটি একটি।

তবে ইসরায়েলের সামরিক বাহিনী সংবাদমাধ্যমগুলোকে সংঘাতের হালনাগাদ তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে। এক বিজ্ঞপ্তিতে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

এদিকে নিখোঁজ সেনারা হামাসের হাতে বন্দি হয়েছে কি না— সেই সংশয়ও দেখা দিয়েছে। কারণ শনিবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় আল কাসাম ব্রিগেডের শীর্ষ কমান্ডার আবু উবেইদা বলেছেন, “যারা ভুলে যায় তাদের আমরা স্মরণ করিয়ে দিই, মৃত্যু অথবা বন্দিদশা।”

নিজের পোস্টে সংঘাতক্ষুব্ধ গাজা সিটির কিছু ছবিও পোস্ট করেছেন আবু উবেইদা। সেই সঙ্গে বলেছেন, ইসরায়েল যদি সম্পূর্ণ গাজা দখলের পরিকল্পনা ত্যাগ না করে, তাহলে তা ইসরায়েলের সরকার এবং সামরিক নেতৃত্ব— উভয়ের জন্যই বিপর্যয়কর হবে।

তিনি আরও বলেন, গাজার যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী এবং আল-কাসাম ব্রিগেডের যোদ্ধাদের মধ্যে সংঘাত হচ্ছে— সেসব এলাকায় ফিলিস্তিনি যোদ্ধাদের পাশপাশি ইসরায়েলি জিম্মিরাও আছে, যাদেরকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় বন্দি করা হয়েছিল।

“যদি এই সংঘাতে কোনো ইসরায়েলি জিম্মি নিহত হয়, তাহলে ওই জিম্মির নাম-পরিচয় সব আমরা প্রকাশ করে দেবো এবং হত্যার দায় সম্পূর্ণ ইসরায়েলি বাহিনীর ওপর বর্তাবে”, টেলিগ্রাম পোস্টে বলেছেন আবু উবেদা।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে গাজা সম্পূর্ণ দখলের অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। অভিযান শুরুর আগে গাজাকে ‘বিপজ্জনক সংঘাতপূর্ণ এলাকা’ বলে ঘোষণা করেছে আইডিএফ।

সূত্র : আনাদোলু এজেন্সি

বাংলাদেশ সময়: ১৫:২১:৪৪   ১১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মরক্কোয় পাশাপাশি দুটি ভবনধসে নিহত অন্তত ২২
মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণে অনুদান আসছে কোটি কোটি রুপি
জাপানে ভূমিকম্পে আহত ৩৩, সুনামি সতর্কতা প্রত্যাহার
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত ছাড়াল ১৮০০
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ