জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের জামালপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩০ আগষ্ট) দুপুর থেকেই শহরের দয়াময়ী মোড়ে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দয়াময়ী মোড়ে ফিরে আসে।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা নুরের ওপর বারবার হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ‘বিরোধী দলের আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার ভয়ভীতি দেখাচ্ছে এবং পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।’ অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকার যদি ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধ না করে, তাহলে গণঅধিকার পরিষদ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ শেষে, জামালপুর জেলা গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে হামলার প্রতিবাদে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩০   ৩০৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ভ্যালেকানোর বিপক্ষে ড্র করে হোঁচট খেল রিয়াল
প্রয়োজনে ফুটবলের সঙ্গে মারামারি করব: বিসিবি পরিচালক আসিফ
সরিষাবাড়ীতে ইউনিয়ন ওলামা দলের নেতাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুপার টাইফুন ফাং-ওয়ং ফিলিপাইনে আঘাত হেনেছে
ইসলামপুরে পৌর বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ঢাকা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসিফ মাহমুদ
জালকুড়িতে মাইক্রোবাসে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বন্দরে শতফুটের সড়কে আবর্জনার স্তুপ, জনস্বাস্থ্য ঝুঁকি
নির্বাচনের আগে অস্ত্র উদ্ধার ও জাল টাকার বিরুদ্ধে ব্যবস্থা: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ