জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



জামালপুরে নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জামালপুর প্রতিনিধি : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে জামালপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। দলের জামালপুর জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৩০ আগষ্ট) দুপুর থেকেই শহরের দয়াময়ী মোড়ে গণঅধিকার পরিষদের স্থানীয় নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। বিকেল ৩টার দিকে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দয়াময়ী মোড়ে ফিরে আসে।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা নুরের ওপর বারবার হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, ‘বিরোধী দলের আন্দোলনকে দমিয়ে রাখতে সরকার ভয়ভীতি দেখাচ্ছে এবং পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।’ অবিলম্বে এই হামলার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, সরকার যদি ভবিষ্যতে এ ধরনের হামলা বন্ধ না করে, তাহলে গণঅধিকার পরিষদ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

সমাবেশ শেষে, জামালপুর জেলা গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে হামলার প্রতিবাদে একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৩০   ৩৪১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ
রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয়: মঈন খান
হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখরুল
প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ
দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ - মৎস্য উপদেষ্টা
১২ ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস
দেশকে পুনর্নির্মাণ করতে হলে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে : তারেক রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ