জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১
শনিবার, ৩০ আগস্ট ২০২৫



জামালপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার, আটক ১

জামালপুর প্রতিনিধি : জামালপুর সদর উপজেলার পৌর এলাকার একটি বাড়িতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ মেহেরাব হোসেন (৩১) নামের একজনকে আটক করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকাল ৬:২০ থেকে ৯:৩০ মিনিট পর্যন্ত জামালপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের স্টেশন রোডের (উদয়ন একাডেমি সংলগ্ন) একটি বাড়িতে এই অভিযান চালানো হয়। এসময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাড়িটি থেকে মোঃ মেহেরাব হোসেনকে আটক করে। পরে তার বাড়ি তল্লাশি করে বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল গুলো হলো - ১০টি গুলিসহ ১টি এয়ারগান, ২টি চাইনিজ কুড়াল, ১টি বুলেটপ্রুফ জ্যাকেট, ৪টি ওয়াকিটকি, ৪টি ছুরি, ১টি তলোয়ার, ২টি বাইনোকুলার, ১টি অস্ত্রের বাইনোকুলার, ১টি বেসবল স্টিক, ১টি স্টিল লাঠি, ৩টি মাল্টি টুলস, ১টি পাঞ্চিং টুলস, ১টি ওয়াকিটকি চার্জার, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল, ৩টি বাটন মোবাইল, ১টি ল্যাপটপ।

অভিযান শেষে আটক মেহেরাব হোসেনকে উদ্ধারকৃত মালামালসহ জামালপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, একই অভিযানে মোঃ ফজলুল করিমের বাড়িতে অনুমোদনহীন হোমমেইড পণ্য পাওয়া গেছে। তার বাড়ির তৃতীয় তলায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ডিস ওয়াশার, লিকুইড হ্যান্ড ওয়াশার, দাঁতের মাজন এবং ভ্যাসলিন (ছোট) উদ্ধার করা হয়।

জানা গেছে, ফজলুল করিম পরীক্ষামূলকভাবে এই পণ্যগুলো উৎপাদন শুরু করেছিলেন। তবে এখন পর্যন্ত তিনি কোনো সরকারি অনুমোদন পাননি। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮:২১:৩১   ২৪৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
আমাকে দিয়ে আর যাই হোক, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও দুর্নীতি সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ
রাজধানীর ভাটারায় মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
সরিষাবাড়ীতে ফরিদুল কবীর তালুকদার শামীমের নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধানের শীষ জয়ী হলে দেশে গণতন্ত্র জয়ী হয়: মঈন খান
হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখরুল
প্রশাসন ও নির্বাচন কমিশন একটি নির্দিষ্ট দলকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ
দেবী সরস্বতীর তাৎপর্য সাংস্কৃতিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ - মৎস্য উপদেষ্টা
১২ ফেব্রুয়ারির ভোটই হবে ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড, মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা
খেলার মাঠের অভাবে তরুণরা বিপদগামী হচ্ছে : মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ