চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক

প্রথম পাতা » খেলাধুলা » চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশীপের শিরোপা আগেই নিজেদের করে নিয়েছিল ভারত। যে কারনে আজ বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটি ছিল শুধুই নিয়মরক্ষার। কিন্তু নাটকীয় ম্যাচটিতে ৪-৩ গোলে জয়ী হয়ে বাংলাদেশ আগের ম্যাচের অনেকটা প্রতিশোধই নিয়েছে। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। ম্যাচে জোড়া গোল করেছেন সুরভী আকন্দ প্রীতি।

প্রথম রাউন্ডে ভারত ২-০ গোলে বাংলাদেশকে পরাজিত করেছিল।

ভূটানের চাংলিমিথাং স্টেডিয়ামে ইনজুরি টাইমে প্রীতির গোলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়।

এর আগে ম্যাচের শুরুতেই গোল দিয়ে বাংলাদেশ এগিয়ে গিয়েছিল। প্রথম মিনিটে মামনি চাকমার লম্বা পাসে পূর্ণিমা মার্মা হেডের সাহায্যে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন (১-০)। ৭ মিনিটে আনুশকা কুমারির শট ক্রসবারে লেগে ফেরত আসে। দুই মিনিট পর রক্ষনভাগের ভুলে আনুশকা কোনাকুনি শটে ভারতকে সমতায় ফেরান (১-১)। ৩৪ মিনিটে আলপি আক্তারের গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ (২-১)।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বাংলাদেশের লিড বাড়ান প্রীতি। লম্বা পাস থেকে দারুন ফিনিশিংয়ে প্রীতি নিজের প্রথম গোল করেন (৩-১)। ম্যাচের নাটকীয়তা তখনো বাকি। ৬৫ মিনিটে প্রীতিকা বর্মন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানীর মাথার উপর দিয়ে বল জালে পাঠালে ভারত ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় (৩-২)। ৮৯ মিনিটে আরো একটি দুরপাল্লার শটে বাংলাদেশ গোল হজম করে। জুলান নংমাইথেমের গোলে এবার ম্যাচে সমতা ফেরায় ভারত (৩-৩)।

ইনজুরি টাইমে প্রীতির শট ভারতীয় গোলরক্ষক মুন্নীর হাত ফসকে পোস্টে লেগে জালে প্রবেশ করলে দারুন এক জয় নিয়ে মাঠ ছাড়ে অর্পিতার দল।

ছয় ম্যাচে পাঁচ জয়ে ভারতের সংগ্রহ ছিল ১৫। সম সংখ্যক ম্যাচে বাংলাদেশ চার জয়, এক ড্র ও এক পরাজয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছিল। ভূটানের সাথে ড্র না করলে বাংলাদেশেরও সংগ্রহে থাকতো ১৫ পয়েন্ট। তখন হেড টু হেড ও গোল ব্যবধানে শিরোপা নির্ধারিত হতো।

বাংলাদেশ সময়: ২২:৩৬:৩৩   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


শেষ মুহূর্তে সিটির হারে ম্লান হালান্ডের কীর্তি
চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে বাংলাদেশের চমক
লিভারপুল-আর্সেনালের হাইভোল্টেজ ম্যাচ আজ
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর পেনাল্টিতে বড় জয়ের শুরু আল নাসরের
মৌসুমে প্রথম জয়ের খোঁজে বার্নলির মুখোমুখি ইউনাইটেড
শেষ ওভারে মাদুশঙ্কার হ্যাটট্রিকে জিম্বাবুয়েকে হারাল শ্রীলঙ্কা
জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি
প্রীতির হ্যাটট্রিকে আবারো নেপালকে হারিয়েছে বাংলাদেশ
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
তিন ম্যাচের সিরিজ খেলতে নেদারল্যান্ডস দল এখন সিলেটে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ