জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি
রবিবার, ৩১ আগস্ট ২০২৫



জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চারাগাছ বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি। রোববার (৩১ আগস্ট) যাত্রামুড়া আরাফাত তারতীলুল কুরআন মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির পরিচালক মো. ইয়ামিন ভূইয়া সভাপতিত্ব করেন এবং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার সাবেক কাউন্সিলর ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী আব্দুল মতিন ভুইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক হাজী পনির হোসেন ভূইয়া, হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী আব্দুল মতিন ভুইয়া বলেন, “পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতনতা জরুরি। একটি চারাগাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি ছোটবেলা থেকে গাছের গুরুত্ব বোঝে, তবে আগামীর বাংলাদেশ হবে সবুজ ও নিরাপদ।”

পরিচালক মো. ইয়ামিন ভূইয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন বিশ্বব্যাপী আলোচিত। আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”

বক্তারা আরও বলেন, কেবল চারাগাছ রোপণ নয়, এর সঠিক পরিচর্যাও নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃতি আবারও তার নিজস্ব ভারসাম্য ফিরে পায়।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা জানান, এ উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ সময়: ২৩:৩৪:২১   ৪৬০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেগম জিয়ার বর্তমান পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী
আজ ভাঙ্গা হানাদারমুক্ত দিবস
রাজনৈতিক ভূমিকম্প না হলে নির্বাচন থামবে না : ড. জাহিদ
আমন সংগ্রহে কোনো রকম অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে - খাদ্য উপদেষ্টা
লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইসিকে পদক্ষেপ নিতে হবে: জামায়াত
চট্টগ্রাম বন্দরে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা চাঁদাবাজি হয়
থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
রিয়ালের বিপক্ষে সেল্টার ঐতিহাসিক জয়
পর্তুগালকে হারিয়ে প্রথমবার ব্রাজিলের শিরোপা জয়
জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ