জামালপুরে মিথ্যা মামলায় জর্জরিত শাহীন শেখ পরিবার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মিথ্যা মামলায় জর্জরিত শাহীন শেখ পরিবার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ
সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে মিথ্যা মামলায় জর্জরিত শাহীন শেখ পরিবার, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার অভিযোগ করেছে শাহীন শেখের পরিবার। তাদের দাবি, প্রভাবশালী চাচাতো ভাইয়েরা স্থানীয় একটি কুচক্রী মহলের ইন্ধনে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তাদের হয়রানি করে আসছে।

পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় গ্রামের ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, তারা বিএনপি-সমর্থক হওয়ায় আওয়ামী লীগ সরকারের সময় থেকেই প্রতিপক্ষরা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। একই সাথে, বানোয়াট খবর ছড়িয়ে সমাজে তাদের হেয় প্রতিপন্ন করার চেষ্টা চলছে।

ভুক্তভোগী শাহীন শেখ জানান, তার চাচা আব্দুল হাকিম, চাচাতো ভাই সেনা সদস্য রাসেল শেখ এবং হাফিজুর রহমান মজনু বিভিন্নভাবে তাদের হয়রানি করছেন। শাহীন শেখ অভিযোগ করেন, যৌথ পুকুরের পাড়ে গাছ লাগানোর পর তা নষ্ট হলে তার দায়ভার তাদের ওপর চাপানো হয়। এমনকি রাসেল শেখ ইচ্ছাকৃতভাবে শামীম শেখের ঘরের পাশে গোয়ালঘর তৈরি করে বসবাসের পরিবেশ নষ্ট করেছেন। এছাড়া, সীমানার খুঁটি তুলে নিজেদের ইচ্ছেমতো সীমানা নির্ধারণ, সীমানার প্রাচীর ভেঙে জোর করে রাস্তা তৈরি এবং ২১ দিন চলাচলের রাস্তা বন্ধ করে তাদের গৃহবন্দী করে রাখার মতো ঘটনাও ঘটেছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন শাহীন শেখ।

আরেক ভুক্তভোগী শামীম শেখ বলেন, প্রতিপক্ষরা তাদের প্রাপ্য জমি ভোগদখল করছে। গ্রাম্য সালিশের সিদ্ধান্ত অনুযায়ী চাষাবাদের জমির ফসল আনার জন্য রাস্তা করে দেওয়ার কথা থাকলেও তারা তা মানেনি। উপরন্তু, তাদের বিরুদ্ধে কোটি টাকার সম্পদ গড়ার মিথ্যা অভিযোগ দিয়ে সাংবাদিকদের বিভ্রান্তিকর খবর করানো হয়েছে, যা তাদের জন্য অত্যন্ত মানহানিকর।

ভুক্তভোগী পরিবারের অভিযোগের সত্যতা যাচাই করতে স্থানীয় মাতব্বর মামুন অর রশীদ ফকির, মনিরুজ্জামান, রাশেদুল ইসলাম রঞ্জু এবং প্যানেল চেয়ারম্যান লাল মিয়ার সাথে যোগাযোগ করা হলে তারা জানান, আব্দুল হাকিমের লোকজন সালিশের সিদ্ধান্ত অমান্য করে এসব মিথ্যাচার ছড়াচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুল হাকিম শেখ বলেন, তিনি তার প্রাপ্য জমির ভাগ বুঝে পেলেও কাগজে পাননি, আর কাগজ হাতে না আসা পর্যন্ত তিনি কোনো মীমাংসায় যাবেন না।

স্থানীয়দের মতে, এই ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এর দ্রুত সমাধান হওয়া উচিত। সচেতন মহল মনে করছেন, উভয় পক্ষকে সহনশীল হতে হবে, না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ সময়: ২০:১১:৫৬   ৫৪৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ ২ পাচারকারীকে আটক
বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডোবা বাল্কহেডের ২ লস্করের লাশ উদ্ধার
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন যে বার্তা দিলো ভারত
জাতীয় কিকবক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নারায়ণগঞ্জ জেলা টিম
বন্দরে তুচ্ছ ঘটনায় হামলা, একই পরিবারের ৪ জন আহত
মধ্যরাতে সুবিধাবঞ্চিতদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ
শহীদ ওসমান হাদীর স্মরণে রাঙ্গামাটিতে আলোচনা সভা
শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে হারাল রাজশাহী
ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ