আদাবরে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ১০২ সদস্যকে আদালতে নিলো পুলিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আদাবরে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ১০২ সদস্যকে আদালতে নিলো পুলিশ
মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫



আদাবরে গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের ১০২ সদস্যকে আদালতে নিলো পুলিশ

রাজধানীর আদাবরে ‘কিশোর গ্যাংয়ের’ হামলায় এক পুলিশসদস্য গুরুতর আহতের ঘটনায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তার ১০২ জনকে আদালতে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন আদবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া।

ওসি বলেন, সোমবার রাতে অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে পুলিশের কাজে বাধা ও পুলিশ হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।

এই বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার একেএম মেহেদী হাসান বলেন, গ্রেপ্তার ১০২ জনকে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো রিমান্ড আবেদন করা হয়নি।

পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলা

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর আদাবর এলাকায় দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর ভয়াবহ হামলা চালায় কিশোর গ্যাং চক্রের সদস্যরা। এতে আল-আমিন নামে এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আদাবর থানার এ সদস্য এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এদিন রাত ১১টায় আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।

‎‎স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকার একটি গ্যারেজে পুলিশ সদস্যরা অভিযান চালায়। এ সময় আদাবর এলাকার কিশোর গ্যাং চক্রের মূলহোতা জনি ও রনি পুলিশের ওপর দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে হামলা করে। তারা ঘটনাস্থলে এক পুলিশ সদস্যকে কুপিয়ে ভয়াবহভাবে জখম করে। আহত পুলিশ সদস্যকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। হামলায় আরও জড়িত ছিল নাজির, ওসমান, দাঁতভাঙ্গা সুজন, কব্জি কাটা হৃদয় ও গাঁজা ব্যবসায়ী রাজু।

স্থানীয়রা জানিয়েছেন, মোহাম্মদপুর-আদাবর ভয়ঙ্কর কিশোর গ্যাং “কবজি কাটা” গ্রুপের সক্রিয় সদস্য জনি ও রনি। তারা আদাবর-১০ এলাকায় বালুর মাঠে বসে পুরো আদাবর এলাকা নিয়ন্ত্রণ করে। কবজি কাটা আনোয়ার জেল হাজতে থাকায় তার হয়ে এলাকায় এ দুই কিশোর গ্যাং বাহিনী এলাকায় ত্রাস সৃষ্টি করে। এর আগেও বেশ কয়েকবার বহু মানুষকে কুপিয়ে হত্যা করেছে তারা। গ্রেপ্তারের কয়েকদিনের মধ্যেই জামিন নিয়ে পুনরায় তারা একই কাজ শুরু করেন।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, সোমবার রাতে জরুরি সেবা ৯৯৯ এ দুপক্ষের গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ আদাবর এলাকায় একটি গাড়ি নিয়ে যায়। আল আমিন গাড়ির কাছে ছিলেন। এসময় একটা পক্ষ এসে তাকে কুপিয়ে চলে যায়। তার হাতে কোপ লেগেছে।

পুলিশের ওপর হামলার পর যৌথ অভিযান

ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নড়েচড়ে বসেন। আদাবর এলাকায় এসব কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শুরু হয় যৌথ অভিযান। অভিযানে কিশোর গ্যাংয়ের ১০২ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান বলেন, আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহতের ঘটনা এখন পর্যন্ত ১০২ জনকে আটক করা হয়েছে। আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীসহ অভিযান চলছে। এই ঘটনায় যারা জড়িত তাদের মধ্য থেকে কয়েকজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৫   ১০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক : আমানউল্লাহ আমান
ভেনেজুয়েলায় আটক সাংবাদিকদের মুক্তির দাবি
আদমজী ইপিজেড গড়ে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টি হয়েছে: গিয়াসউদ্দিন
রূপগঞ্জে যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ ছয়জন গ্রেফতার
আড়াইহাজার থানার লুট হওয়া অস্ত্র মিললো ছাত্রদল নেতার পৈতৃক বাড়িতে
বিদেশে টাকা পাচারকারীদের সংসদে ঠাঁই হবে না: হাসনাত আবদুল্লাহ
আটলান্টিকে দুটি তেলবাহী জাহাজ আটক যুক্তরাষ্ট্রের
রাজনীতিতে প্রথম নারীর ক্ষমতায়ন চেয়েছিলেন খালেদা জিয়া : জয়নুল আবেদীন
সরিষাবাড়ীতে ​গরু চুরির চেষ্টাকালে ২ যুবক আটক, পুলিশে সোপর্দ
খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না : শামা ওবায়েদ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ