ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বুধবার পুলিশি নির্যাতন ও অপচয়ী সরকারি ব্যয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত নারী গোলাপি পোশাক পরে ও হাতে ঝাড়ু নিয়ে সংসদ ভবনের উদ্দেশে মিছিল করেছে।

জাকার্তা ও অন্যান্য প্রধান শহরে জীবনযাত্রার ব্যয়ের সংকট ও এমপিদের বিলাসবহুল সুযোগ-সুবিধা নিয়ে ক্ষোভ থেকে জন্ম নেওয়া বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। তরুণ মোটরসাইকেল ট্যাক্সি চালক আফফান কুরনিয়াওয়ান পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে নিহত হওয়ার পর এ বিক্ষোভ সহিংস রূপ নেয়।

বিক্ষোভ তীব্র হলে প্রেসিডেন্ট প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, তিনি বেইজিং সফর বাতিল করবেন, যেখানে চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছিল।
তবে তাকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে বুধবার গ্রুপ ছবিতে দেখা যায়।

চীন সফরের আগে গত সপ্তাহান্তে প্রাবোয়ো বলেছিলেন, তিনি আইনপ্রণেতাদের জন্য থাকা সুবিধা কমিয়ে দেবেন—যা ছিল প্রতিবাদকারীদের অন্যতম প্রধান দাবি।

গোলাপি পোশাক পরা ইন্দোনেশিয়ান উইমেন্স অ্যালায়েন্সের (আইডব্লিউএ) নারী বিক্ষোভকারীরা বুধবারের সমাবেশে বলেন, ঝাড়ু প্রতীকীভাবে বোঝায় তারা রাষ্ট্রের ময়লা, সামরিকবাদ ও পুলিশি দমননীতি ‘ঝেড়ে ফেলতে চান’। তাদের হাতে ‘পুলিশ সংস্কার করো’ লেখা প্ল্যাকার্ডও ছিল।

মুতিয়ারা ইকা নামের বিক্ষোভকারীদের একজন বিবিসি ইন্দোনেশিয়াকে বলেন, ‘প্রতিবাদ কোনো অপরাধ নয়, বরং প্রতিটি নাগরিকের অন্তর্নিহিত গণতান্ত্রিক অধিকার।’

ইন্দোনেশিয়ায় শাসকগোষ্ঠীর বিরুদ্ধে নারীদের আন্দোলনের দীর্ঘ ইতিহাস রয়েছে। অতীতের বিক্ষোভের ঢেউয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল নারীরা। বর্তমান আন্দোলনের মতো, তারা ১৯৯৮ সালের সংস্কার আন্দোলনের আগে সুহার্তোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধেও দৃঢ় অবস্থান নিয়েছিল।

আইডব্লিউএ জানিয়েছে, গোলাপি রঙ তাদের সাহসিকতার প্রতীক। অন্যদিকে কিছু বিক্ষোভকারী একাত্মতার প্রকাশ হিসেবে আফফানের রাইডশেয়ার কোম্পানির পোষাকের সবুজ রঙ বেছে নিয়েছেন।

অনলাইনে মানুষ এসব রঙকে ‘হিরো গ্রিন’ ও ‘ব্রেভ পিঙ্ক’ বলে অভিহিত করছে। অনেকে আবার নিজেদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ছবি ওই রঙের ফিল্টার দিয়ে সাজাচ্ছেন।

গত আগস্টের শেষ দিকের বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের পুলিশি সহিংসতার কারণে মৃত্য হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া অন্তত এক হাজার ৪২ জনকে দেশজুড়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ান লিগ্যাল এইড ফাউন্ডেশন।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জাকার্তায় বিক্ষোভ দমনের ঘটনায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ‘তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের’ আহ্বান জানিয়েছে।

সারাদেশে বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট প্রাবোয়ো রবিবার ঘোষণা দেন, রাজনীতিবিদদের দেওয়া কিছু রাষ্ট্রীয় সুবিধা যেমন কিছু ভাতার পরিমাণ কমানো হবে।

তবে এ পদক্ষেপকে স্বাগত জানালেও বিক্ষোভকারীরা বলছেন, এটি যথেষ্ট নয়। অল-ইন্দোনেশিয়ান স্টুডেন্টস ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হেরিয়ান্তো বিবিসিকে বলেন, ‘এটি শুধু একটির বিষয় নয়, বরং দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য, শাসনব্যবস্থা ও জবাবদিহিতা নিয়ে উদ্বেগের বিষয়। প্রতীকী পরিবর্তন গুরুত্বপূর্ণ, তবে মানুষ গভীরতর সংস্কার আশা করে, বিশেষ করে কৃষিনীতি, শিক্ষা ও ন্যায়সঙ্গত অর্থনৈতিক সুযোগের মতো সাধারণ নাগরিকদের প্রভাবিত করা ক্ষেত্রগুলোতে। চূড়ান্ত লক্ষ্য হলো একটি আরো জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনগণকেন্দ্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা।’

বাংলাদেশ সময়: ১৭:১৬:১৩   ১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ঝাড়ু হাতে বিক্ষোভে নেমেছে ইন্দোনেশিয়ার নারীরা
আফগানিস্তানে ভূমিকম্পে ৮শ’র ও বেশি নিহত
আমাদের সম্পর্কে ২৮০ কোটি মানুষের স্বার্থ জড়িত, জিনপিংকে মোদি
মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবস উদযাপিত
হামলার ভয়ে ‘গোপন স্থানে’ মন্ত্রিসভার বৈঠক করবেন নেতানিয়াহু!
জাতিসংঘ সম্মেলনে ফিলিস্তিনিদের প্রবেশাধিকার বন্ধ করা যুক্তরাষ্ট্রের উচিত হবে না : ফ্রান্স
গাজায় তীব্র সংঘাত : নিহত এক ইসরায়েলি সেনা, নিখোঁজ ৪
তুরস্কের বন্দর ও আকাশপথ দিয়ে ইসরায়েলে অস্ত্র পরিবহনে নিষেধাজ্ঞা
ইসরাইলে হামলা আরও বাড়ানোর ঘোষণা ইয়েমেনি সশস্ত্র বাহিনীর
গাজা থেকে ২ জিম্মির দেহাবশেষ উদ্ধারের দাবি ইসরাইলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ