বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর
বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে এক প্রভাবশালী নেতার ছাগলে এক গরিব অসহায় কৃষকের ক্ষেতের ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে বেধড়ক মারধর ও তাদের বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠেছে। এঘটনা বুধবার(৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া খান পাড়া এলাকায় ঘটেছে।

ভুক্তভোগী কৃষক পরিবারের অভিযোগ, স্থানীয় ওই নেতার দুটি ছাগল প্রায়ই তাদের ফসলের ক্ষেতে ঢুকে ফসল নষ্ট করে। মঙ্গলবার সকালে ছাগল দুটিকে আবারও ক্ষেতে ঢুকে ফসল খেতে ও নষ্ট করতে দেখলে ভুক্তভোগী কৃষক ছাগল দুটি ধরে বাড়িতে বেঁধে রাখে। পরে বিকেলে নেতার দুই ছেলে বোরহান ও বায়োজিদ ছাগল নিতে আসলে, কৃষক শফিকুলের স্ত্রী ময়ফুল উত্তপ্ত বাক-বিতণ্ডায় জড়ায় । এতে ক্ষিপ্ত হয়ে নেতার দুই ছেলে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ওই কৃষক ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করে। শুধু তাই নয়, তারা ওই দম্পতির বাড়িঘরেও ব্যাপক ভাঙচুর চালায়।

এই ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত দম্পতিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার বিচার দাবি করেছেন।

এবিষয়ে পোগলদিঘা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক খান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার ছেলে ছাগল নিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে তাদের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল হাসান রাশেদ বলেন, এবিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি,পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৩৫   ২৬৪ বার পঠিত