পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান

প্রথম পাতা » ছবি গ্যালারী » পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান
বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫



পেশাদার গাড়িচালক-হেলপারদের ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান

নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে পেশাদার গাড়িচালক ও হেলপারদের জন্য বিশেষ প্রশিক্ষণ শেষে ইউনিফর্ম ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, “আইন সংসদে পাশ হলে সেটি বাতিল না হওয়া পর্যন্ত তা মানতেই হবে। কিন্তু আমরা আইন পরিবর্তন না করে বেআইনি কাজ শুরু করি, যা বন্ধ করতে হবে। দেশে নিবন্ধিত গাড়ির সংখ্যা ৪০ হাজার হলেও রাস্তায় চলছে এক লাখ ২০ হাজার গাড়ি, অথচ রাস্তায় জায়গা নেই।” তিনি আরও জানান, ড্রাইভিং স্কুলগুলোর কারিকুলাম উন্নত করা হচ্ছে। আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ছাড়া আর ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে না। ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে এবং প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ১৮ হাজার টাকা দেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতির বক্তব্যে বলেন, “চালক-হেল্পার ভাইদের জীবন আর আমাদের সন্তানের জীবন সমান মূল্যবান। প্রশিক্ষণ ও পোশাক আত্মবিশ্বাস ও মর্যাদা অর্জনের প্রতীক হতে হবে।”

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “শ্রমিকদের ডাটাবেজ তৈরি করে তাদের চিকিৎসা ও বিভিন্ন ভাতা প্রদান করা উচিত।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু গাড়ির মালিক ও চালকদের উদ্দেশে বলেন, “ফিটনেসবিহীন গাড়ি চালাবেন না, অতিরিক্ত যাত্রী নেবেন না, মাদক সেবন করে গাড়ি চালাবেন না।”

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, প্রতি বছর ৮ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়। তিনি অটোরিকশা ও মিশুকচালকদেরও প্রশিক্ষণের আওতায় আনার আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিআরটিএ উপসচিব মো. হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, জামায়াতে ইসলামী মহানগরের সাবেক আমীর মাওলানা মাঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু, গণ অধিকার পরিষদ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, নিরাপদ সড়ক আন্দোলন জেলা সভাপতি রাকিবুল ইসলাম হিমেল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, বাস-মিনিবাস কেন্দ্রীয় মালিক সমিতির সভাপতি মো. রওশন আলী সরকার, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম হোসেন, বাস-মিনিবাস ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সরকারি গাড়ি চালক ২৮ জনসহ বেসরকারি পরিবহনের ৪৬ জন চালক ও ২১ জন হেল্পারকে পরিচয়পত্র ও পোশাক প্রদান করা হয়। এছাড়া জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত চারটি পরিবারের মাঝে চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন এবং সিনিয়র সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা।

বাংলাদেশ সময়: ২২:৪৫:৫৩   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার
দলীয় নেতাকর্মীদের সতর্ক করলেন এ্যানি
খালেদা জিয়ার অসুস্থতার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : আমীর খসরু
বড় সংকট তৈরি না হলে ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি: রিজভী
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন
চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা স্মারক স্বাক্ষর
দেশে উৎপাদিত চিনি গুদামে মজুত থাকলে বাইরে থেকে চিনি আমদানি করা হবে না - শিল্প উপদেষ্টা
বেগম জিয়ার হাত ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে: জবি উপাচার্য
ফ্যাস্টিস্ট সরকারের নিপীড়ন-নির্যাতনেই খালেদা জিয়ার রোগের সূচনা: ফখরুল
ফরিদপুরে বাসচাপায় দুই নারী ও এক শিশুসহ নিহত ৪

News 2 Narayanganj News Archive

আর্কাইভ