জামালপুরে এনজিও ম্যানেজারকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ২

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে এনজিও ম্যানেজারকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ২
শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে এনজিও ম্যানেজারকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ২

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ) এর ম্যানেজারকে আটকে রেখে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে।

জানা গেছে, টাকা আদায়ের জন্য তাকে মারধর, উলঙ্গ করে ভিডিও ধারণ এবং পায়ুপথে মরিচের গুঁড়ো ঢুকিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত অনুপমা সূত্রধর ও তার ছেলেকে গ্রেপ্তার করে শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ধৃত আসামিদের আদালতে পাঠিয়েছে।

মামলার বাদী রণজিৎ চন্দ্র বর্মন (৪১) জানান, গত ৫ সেপ্টেম্বর সকালে অনুপমা সূত্রধরের ডাকে তিনি তার বাড়িতে যান। সেখানে আগে থেকেই প্রস্তুত ছিলেন অনুপমা, তার স্বামী ও ছেলে প্রিন্স আদিত্য সরকারসহ আরও কয়েকজন। রণজিৎ তাদের বাড়িতে পৌঁছামাত্রই তাকে ঘরের ভেতরে আটকে ফেলা হয়। এরপর হাত-পা বেঁধে মুখে টেপ লাগিয়ে লোহার রড দিয়ে মারধর করা হয় এবং ধারালো দা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। একপর্যায়ে তাকে উলঙ্গ করে ভিডিও ধারণ করা হয় এবং পায়ুপথে মরিচের গুঁড়ো ঢুকিয়ে অমানবিক নির্যাতন চালানো হয়। নির্যাতনকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর রণজিতের স্ত্রী কৌশলে পুলিশকে খবর দিলে সরিষাবাড়ী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ রণজিৎ চন্দ্র বর্মনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। একইসঙ্গে অভিযুক্ত অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, “ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়েছি। এ ঘটনায় অনুপমা সূত্রধর ও তার ছেলে প্রিন্স আদিত্য সরকারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।” মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭:২১:০৩   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে এনজিও ম্যানেজারকে আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ২
মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫
সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব
প্রধান বিচারপতিও কনটেম্পট অব কোর্টের ঊর্ধ্বে নন: অ্যাটর্নি জেনারেল
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত বেড়ে ৫
কিউবা আউট, ফাহমিদুল ইন; প্রথমার্ধে সমতা
রাজবাড়ীতে দরবারে সহিংসতার ঘটনায় অজ্ঞাত ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা
আদালতকক্ষে বিচারকের সামনে সাংবাদিককে মারধরের ঘটনায় যা বললেন আসিফ মাহমুদ
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে রাজধানীতে জশনে জুলুস শোভাযাত্রা
চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে প্রাণ গেল ২ জনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ