
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ সোমবার (৮ সেপ্টেম্বর)। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থার (ইউনেস্কো) নির্ধারিত এ বছর সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য, ‘প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার’।
সাক্ষরতা সকলের জন্য একটি মৌলিক মানবাধিকার। জনসাধারণকে আরও শিক্ষিত, ন্যায়সঙ্গত, শান্তিপূর্ণ এবং টেকসই সমাজ গঠনের জন্য সাক্ষরতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
বিশ্ববাসীকে শিক্ষার গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালনের উদ্যোগ নেয় ইউনেস্কো। ১৯৬৬ সালের ২৬ অক্টোবর সাধারণ সম্মেলনের ১৪তম অধিবেশনে ইউনেস্কো এ দিবস ঘোষণা করে। ১৯৬৭ সাল থেকে দিবসটি বিশ্বে পালিত হচ্ছে।
বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও দিবসটি পালন করা হয়।
প্রসঙ্গত, সাক্ষরতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। ৯৭ দশমিক ৮৬ শতাংশ সাক্ষরতার হার নিয়ে মালদ্বীপ প্রথম অবস্থানে রয়েছে। ৯২ দশমিক ৩৮ শতাংশ সাক্ষরতার হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে শ্রীলংকা। আর ৭৮ শতাংশ সাক্ষরতার হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ সময়: ১২:৫৩:০৯ ৩৯ বার পঠিত