জুলাই মাসের বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জুলাই মাসের বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫



জুলাই মাসের বেতন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় এ অবরোধ শুরু হয়।

শ্রমিকরা জানান, জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতনও তারা পাননি। সেপ্টেম্বর মাস এসে গেলেও পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। বাড়িভাড়া না দেয়ায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, ‘তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।’

গাজীপুর শিল্প পুলিশের (বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম জানান, সকাল ৮টা ৪৫ মিনিটে শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা আলোচনার জন্য কারখানার ভেতরে যান।

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিমিটেড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, কারখানার জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ মাসের বেতন এখনো পরিশোধিত হয়নি। মালিকপক্ষ বেতন না দিয়ে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। পরবর্তীতে ৬ ও ৭ সেপ্টেম্বরও ছুটি বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ১২:৪৮:৫৪   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে নবাগত ইউএনও’র যোগদান
তরুণদের জন্য সুযোগ তৈরি করা জরুরি: মাসুদুজ্জামান
পরিবেশ দূষণের অভিযোগে হাশেম ফুডসকে ২ লাখ টাকা জরিমানা
ফতুল্লায় ১০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
১৯৯ কোটি টাকায় বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন করা হবে : ধর্ম উপদেষ্টা
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ
নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ
আজ চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবস
বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা
জাপান-বাংলাদেশ সহযোগিতায় কার্বন মার্কেট প্রস্তুতি ত্বরান্বিত হবে বেসরকারি খাতকে নেতৃত্ব দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ