আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ মাঠে গড়াবে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। গত এপ্রিলে পাহালগামে সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম মুখোমুখি হচ্ছে এই দুই শত্রুদেশ। এই হামলার পর দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে উঠেছে। এশিয়া কাপের এই এই ম্যাচ বর্জনের জন্য ভারতীয় দলের ওপর চাপ বাড়ছিল দেশটিতে।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে উন্মাদনার উত্তাপ বাড়ছে ক্রমশ। কিন্তু, অবাক করার মতো বিষয় হলো, ম্যাচ শুরু হতে আর এক সপ্তাহের চেয়ে কম সময় বাকি থাকলেও এখনো টিকিট বিক্রি শেষ হয়নি—যা এই দ্বৈরথের ক্ষেত্রে খুবই বিরল ঘটনা। ইতিহাস বলছে, ভারত–পাকিস্তান ম্যাচের টিকিট বাজারে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়।
ভক্তরা হতবাক হয়ে গেছেন আসন খালি থাকার খবরে, কারণ ভারত–পাকিস্তান ম্যাচ বরাবরই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে কাঙ্ক্ষিত ম্যাচ হিসেবে বিবেচিত। সাধারণত এতটাই ভিড় হয় যে আয়োজকদের জন্য ভিড় নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে পড়ে।
কিন্তু এবার টিকিট বিক্রি না হওয়ার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে আকাশছোঁয়া দাম ও বান্ডেল বিক্রয় কৌশল। ভায়াগোগো এবং প্ল্যাটিনামলিস্ট’র মতো অফিসিয়াল পোর্টালে টিকিট বিক্রি হচ্ছে প্রিমিয়াম হসপিটালিটি প্যাকেজের সঙ্গে, যা সাধারণ সমর্থকদের নাগালের বাইরে।
ভিআইপি সুইটস ইস্টের (দুই আসনের জন্য) টিকিটের দাম ধরা হয়েছে ২,৫৭,৮১৫ রুপি বা ৩,৫৭,৯০০ টাকা। এতে রয়েছে আাইল সিটিং, সীমাহীন খাবার ও পানীয়, লাউঞ্জ অ্যাক্সেস, আলাদা প্রবেশপথ এবং ব্যক্তিগত টয়লেট সুবিধা। রয়্যাল বক্সের দুই আসনের জন্য গুণতে হবে ২,৩০,৭০০ রুপি বা ৩২০,২৪০ টাকা। আর স্কাই বক্স ইস্টের দুই আসনের মূল্য ১,৬৭,৮৫১ রুপি বা ২৩৩,০১১ টাকা। এমনকি মাঝারি স্তরের টিকিট যেমন প্ল্যাটিনাম (১০৫,০৩৯ টাকা) এবং গ্র্যান্ড লাউঞ্জের (৫৭,১৩২ টাকা) দামও অত্যধিক।
সবচেয়ে সস্তা অপশন জেনারেল ইস্টের দাম প্রায় ১৩,৮৮২ টাকা (দুই আসনের জন্য)।
বিশ্লেষকরা মনে করছেন, এই অতিরিক্ত মূল্যই চাহিদা কমিয়ে দিয়েছে। পুরোনো অনেক ভক্ত সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন, যে ম্যাচ একসময় তারা কোনোভাবেই মিস করতেন না, এখন তা থেকে তারা বঞ্চিত হচ্ছেন।
ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, অন্যদিকে পাকিস্তান ১২ সেপ্টেম্বর খেলবে ওমানের বিপক্ষে। ১৪ সেপ্টেম্বরের দ্বৈরথটি গ্রুপ টেবিলের অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:১৭ ৪৩ বার পঠিত