দুর্গাপূজায় সব মণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা থাকবে: এসপি

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুর্গাপূজায় সব মণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা থাকবে: এসপি
শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫



দুর্গাপূজায় সব মণ্ডপে ৪ স্তরের নিরাপত্তা থাকবে: এসপি

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেছেন, “আসন্ন দুর্গাপূজায় পুলিশের পক্ষ থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদা পোশাকের পুলিশও দায়িত্ব পালন করবে। সার্বক্ষণিক খোলা থাকবে একটি কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নম্বর প্রতিটি মন্দির কমিটির সদস্যদের কাছে দেওয়া থাকবে, তারা যেকোনো প্রয়োজনে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “এ বছর নারায়ণগঞ্জ জেলায় মোট ২২২টি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজার প্রাকপ্রস্তুতি দেখতে এসে দেখা গেছে, সব মন্দিরেই প্রস্তুতি সন্তোষজনক। সবার সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করাই মূল লক্ষ্য। মন্দির ও পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।”

জেলা পুলিশ সুপার শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম, আমলাপাড়া মন্দির, নিতাইগঞ্জের মন্দির, দেওভোগ মন্দির, নন্দীপাড়া মন্দির ও ৫নং ঘাট বিসর্জন স্থান পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে পূজার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার পিপিএম, তারেক আল মেহেদী, ইসরাত জাহান পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির আহমদ, টিআই (প্রশাসন) মো. আবদুল করিম শেখ, শ্রী শ্রী বলদেব জিউড় মন্দির কমিটির সভাপতি জয় কে রায় চৌধুরী, প্রধান উপদেষ্টা শংকর সাহা, উপদেষ্টা সুকুমার সাহাসহ জেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন মন্দিরের পুরোহিত ও ভক্তরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৫:০৮   ১৭৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রিজার্ভ ৩ বছরের মধ্যে সর্বোচ্চ
এলপিজি গ্যাসের দাম বৃদ্ধিতে বিপাকে ক্রেতারা
কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
হত্যা থেকে হয়রানি—এক বছরে সাংবাদিক নির্যাতনের ভয়ংকর হিসাব
কোটালীপাড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও
প্রধান উপদেষ্টার পক্ষে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন শেষে গার্ড অব অনার প্রদান
প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সাক্ষাৎ
দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় জাসাস কেন্দ্রীয় ও না’গঞ্জের নেতৃবৃন্দ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ