বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫



বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা

আঙ্কেল রজার খ্যাত মালয়েশিয়ার জনপ্রিয় কৌতুক অভিনেতা, ইউটিউবার ও রেস্তোরাঁ মালিক নাইজেল এনজি বিয়ে করেছেন। পতুর্গালে তিনদিন ব্যাপী জমকালো আয়োজনে বাংলাদেশ-আরব বংশোদ্ভূত সাবরিনা আহমেদকে বিয়ে করেন তিনি।

সাবরিনা আহমেদ পেশায় একজন আইনজীবী। পেশাগত কারণেই দুজনের মধ্যে জানা শোনা। যা পরে রূপ নেয় ভালো লাগা, ভালোবাসায়। তিন বছরের প্রেম পর্ব চুকিয়ে চলতি বছর ১৯ জুলাই জমকালো আয়োজনে বিয়ে সারেন এ নতুন জুটি।

বিয়ের প্রায় ২ মাস পর রোববার (১৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের খবর নিজেই জানান নাইজেল। পোস্টে বিয়েকে অর্থবহ করার জন্য স্ত্রীকে ধন্যবাদও জানান ৩৪ বছর বয়সী এ ইউটিউবার।

এশিয়ান ঐতিহ্যবাহী খাবারগুলোর ভুল পদ্ধতির হাস্যরসাত্মক ব্যাখ্যা ও সমালোচনা করে আন্তর্জাতিকভাবে পরিচিত মুখ হয়ে ওঠেন রজার। তার সাথে সাবরিনার প্রথম পরিচয় হয় আমেরিকার মিয়ামি শহরে।

২০২২ সালে একটি বিলাসবহুল রিসোর্ট ডেভেলপারের কর্পোরেট কাউন্সেল হিসেবে কাজ করার সময় নাইজেলের একটি অনুষ্ঠানে অংশ নেন আইনজীবী সাবরিনা।

মার্কিন ম্যাগাজিন ভোগকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে প্রথম দেখা হওয়ার মুহূর্ত মনে করে সাবরিনা বলেন,

তার সম্পর্কে আমি কিছুই জানতাম না। কমলা শার্ট পরেছিলেন। ভাত নিয়ে বেশ রসিকতা করছিলেন। আমার প্রথমে মনে হয়েছিল তিনি হাস্যকর। তবে পরে অনুভব করেছি, তিনি কমলা রংয়ের শার্টের ঝলকালির বাইরেও অনেক সুন্দর।

এরপর কিছু সময় পার হয়। জীবনসঙ্গী খুঁজতে একটি ডেটিং অ্যাপে যোগ দেন সাবরিনা। সেখানে কাকতালীয়ভোবে প্রথম ম্যাচ হিসেবে পেয়ে যান রজারকে। ডেটিং অ্যাপের আলাপ হলে রজার সাবরিনাকে বোস্টনে দেখা করতে বলেন।

কাকতালীয়ভাবে তাদের ফ্ল্যাইট একই সময় বোস্টন এয়ারপোর্টের টার্মিনাল ৩ তে পৌঁছায়। এসব কাকতালীয় মুহূর্তকে মনে করে সাবরিনা বলেন,

সবকিছুই ভাগ্য এবং সহজ মনে হয়েছিল।

২০২৩ সালের মধ্যে তাদের সম্পর্ক দ্রুত গভীর হতে শুরু করে। রজার অনুভব করেন সাবরিনার সাথে ভবিষ্যতে একসঙ্গে পথ চলার। তাই ২০২৪ সালের এপ্রিলে টোকিওর ইনোকাশিরা পার্কে চেরি ফুলের মরসুমে সাবরিনাকে বিয়ের প্রস্তাব দেন।

বিয়েতে সাবরিনা সম্মতি দিলে চলতি বছর ১৯ জুলাই জমকালো আয়োজনে প্রিয় মানুষকে বিয়ে করেন রজার। পর্তুগালে তিনদিন ব্যাপী বিয়ের আয়োজন শুরু হয় ১৭ জুলাই থেকে। বিয়েতে ছিল চীন, মালয়েশিয়া ও বাঙালি পোশাক ও সংস্কৃতির ছোঁয়া।

বিয়ের অনুভূতি প্রকাশ করে সংবাদমাধ্যমে রজার বলেন,

আমার সেরা বন্ধুকে বিয়ে করেছি। সাবরিনাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

প্রসঙ্গত, রজার-সাবরিনার বিয়ের অনুষ্ঠানে আমেরিকান কৌতুকাভিনেতা জিমি ও. ইয়াং সহ ৭০ জন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত ছিলেন। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে জীবসসঙ্গী করেন মালয়েশিয়ার এ জনপ্রিয় তারকা।

বাংলাদেশ সময়: ১৬:১৬:৫০   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যানবাহনের চাপ সামলাতে রামপুরা খালের ওপর সেতু
ইউনাইটেডের দুর্দশা কাটছেই না, এবার হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে
ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসিয়ে এক লাফে টেবিলের দুইয়ে বার্সেলোনা
বাংলাদেশি বংশোদ্ভুত সাবরিনাকে বিয়ে করলেন মালয়েশিয়ার অভিনেতা
প্রধান উপদেষ্টা ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ প্রদান করলেন
সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাক্ষাৎ
জাতীয় পার্টি নিষিদ্ধসহ ৫ দাবি জামায়াতের, সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা
৩ দিনের কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ