বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়

প্রথম পাতা » খেলাধুলা » এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫



এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়

চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে শুভ সূচনা করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ফরাসি ক্লাব মার্সেইকে ২-১ গোলে হারিয়ে শুধু জয়ই নয়, ইতিহাসও গড়লো লস ব্লাঙ্কোসরা। এই জয় দিয়েই রিয়াল ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে ২০০তম জয় স্পর্শ করলো।

ম্যাচের ২২ মিনিটে টিমোথি উইয়াহর দুর্দান্ত শটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। তবে ২৯ মিনিটে মার্সেইর জিওফ্রে কনডগবিয়ার ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে।

৭২ মিনিটে দানি কারভাহাল সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে দারুণ লড়াই চালিয়ে যায় রিয়াল। শেষ দিকে (৮১ মিনিটে) ভিএআরের সহায়তায় পাওয়া আরেকটি পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করলে জয়ের পথ নিশ্চিত হয়। ম্যাচের বাকি সময়ে মার্সেইর একাধিক আক্রমণ ঠেকিয়ে দুর্দান্ত সেভ করেন থিবো কোর্তোয়া।

এমবাপ্পে রিয়ালের জার্সিতে ইতোমধ্যে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন। ম্যাচ শেষে সহখেলোয়াড় ফেদে ভ্যালভের্দে বলেন,আমরা খুশি যে এমবাপ্পে গোল করে চলেছে এবং ক্রমশ আরও স্বাচ্ছন্দ্য বোধ করছে। আমাদের কাজ হলো তাকে বল পৌঁছে দেয়া যাতে সে আরও বেশি সুযোগ পায় এবং গোল করতে পারে।

এই ম্যাচে নতুন কোচ জাবি আলোনসোর অধীনে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয় পেল রিয়াল মাদ্রিদ।

তবে মাঠের বাইরে অশান্তির খবরও এসেছে। ম্যাচের আগে বার্নাব্যুর বাইরে মার্সেই সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। দ্রুত দাঙ্গা পুলিশ ও ঘোড়সওয়ার বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিহাস গড়া এই জয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের আধিপত্য আবারও প্রমাণিত হলো।

বাংলাদেশ সময়: ১৬:০০:৩৮   ২৪ বার পঠিত