
জামালপুর প্রতিনিধি : দক্ষিণ আফ্রিকায় উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে দালালদের প্রলোভনে পড়ে চার বছর ধরে ভারতের কারাগারে বন্দি রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তিন কিশোর।
পরিবারগুলোর দাবি, ভারতের উত্তর প্রদেশের লখনৌ কারাগারে তাদের আটকে রাখা হয়েছে। বিভিন্ন মাধ্যমে চেষ্টা করেও তাদের ফিরিয়ে আনতে না পারায় এখন হতাশা ও দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পরিবারগুলো।
বন্দি থাকা এই তিন কিশোর হলো মাদারগঞ্জ পৌরসভার জোনাইল পক্ষীমারি এলাকার মো. সোনা মণ্ডলের ছেলে মেহেদি (১৯), মো. জয়নাল মিয়ার ছেলে মমিন (১৮), এবং মো. রেজাউল করিমের ছেলে শাওন (১৬)।
পরিবার সূত্রে জানা গেছে, চার বছর আগে একটি দালাল চক্রের মাধ্যমে এই তিন কিশোরকে দক্ষিণ আফ্রিকায় পাঠানোর জন্য মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল। দালালরা তাদের অবৈধ পথে ভারত হয়ে দক্ষিণ আফ্রিকা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করার পর দালালরা তাদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকেই তারা ভারতের কারাগারে বন্দি।
পরিবারগুলো বলছে, প্রথমে দালালরা তাদের মুক্তির আশ্বাস দিলেও, এখন আর কোনো যোগাযোগ করছে না। বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার কাছে সাহায্য চেয়েও কোনো ফল না পাওয়ায় তারা এখন চরম অসহায়। পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্তানদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ২১:০৫:০৯ ৫৭ বার পঠিত