জামালপুর প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সরিষাবাড়ী থানা প্রাঙ্গণে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই সভাটি আয়োজিত হয়।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান রাশেদের সভাপতিত্বে সভায় উপজেলার ৪৩টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এসআই বিকাশ চন্দ্র সভার সঞ্চালকের দায়িত্ব পালন করেন।
সভায় উপস্থিত বক্তারা, বিশেষ করে পূজা উদযাপন ফ্রন্ট কমিটির আহ্বায়ক মহাদেব চন্দ্র সাহা, পূজা চলাকালীন সময়ে প্রতিটি মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়াও শংকর লাল রায় ও পলাশ কৃষ্ণ পাল অলক সভায় বক্তব্য রাখেন। এই মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬:৪১:৪০ ১০ বার পঠিত