বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫



জামালপুরে ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে চেক বিতরণ

জামালপুর প্রতিনিধি : তৃণমূল পর্যায়ে অর্থনৈতিকভাবে নারীদের ক্ষমতায়ন ও নারী উদ্যোক্তা তৈরিতে উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের সরিষাবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ করা হয়েছে।

২০২৪-২০২৫ অর্থবছরের অধীনে আয়োজিত এই অনুষ্ঠানে পাঁচটি ভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা মোট ২৫০ জন নারীকে এই ভাতা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ২০২৫ তারিখে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চেক বিতরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জনাব মোঃ মোহছেন উদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের প্রশিক্ষণ কর্মকর্তা জনাব মোঃ মামুন হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম। তারা নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারের বিভিন্ন সহায়ক প্রকল্পের বিষয়ে আলোচনা করেন।

প্রকল্পের আওতায়, প্রশিক্ষণ সম্পন্নকারী প্রত্যেককে তাদের প্রশিক্ষণ দিনের ওপর ভিত্তি করে ভাতা দেওয়া হয়। ৪০ দিনের প্রশিক্ষণ সম্পন্নকারী নারী উদ্যোক্তাদের প্রত্যেককে ৬,০০০ টাকা এবং ৮০ দিনের প্রশিক্ষণ সম্পন্নকারীদের ১২,০০০ টাকা করে ভাতা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগটি তৃণমূলের নারীদের দক্ষতা বৃদ্ধি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে উৎসাহিত করবে। অনুষ্ঠানটি আয়োজন করে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প, সরিষাবাড়ী, জামালপুর।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৮   ১১ বার পঠিত