
আইন প্রয়োগকারী সংস্থাকে অস্ত্র দেয়া হয়েছে চেহারা দেখার জন্য নয়, জনগণের জান-মালের নিরাপত্তা দেয়ার জন্য। মানুষ আইন তুলে নেবে, আর আইন প্রয়োগকারী সংস্থা দাঁড়িয়ে থাকবে এমনটা যাতে না হয় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ট্রাকচাপায় দুই তরুণ নিহতের ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতার হাতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট হওয়া চাঁপাইনবাবগঞ্জ সদর পুলিশ ফাঁড়ি ও ট্রাফিক পুলিশ বক্স পরিদর্শনে গিয়ে হারুন এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা দেখছি, সারা দেশেই তফসিল ঘোষণার পরেও মব জাস্টিসের মতো ঘটনা ঘটছে। এটি যেমনভাবেই হোক নিয়ন্ত্রণ করতে হবে। আইন প্রয়োগকারী সংস্থাকে শক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
এ সময় সাবেক এমপি হারুন আরও বলেন, ‘মব সৃষ্টি করে যারা থানায় আক্রমণ করবে, পুলিশের কার্যালয় আক্রমণ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের গাফিলতি করা যাবে না, কোনো ধরনের শৈথিল্য করা যাবে না। মানুষকে নিরাপত্তা দিতে হবে, মানুষের জান-মালের নিরাপত্তা দিতে হবে।’
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদীকে হত্যার ঘটনায় প্রথম আলো-ডেইলি স্টারের অফিস ভাঙচুরের মতো ঘটনা সভ্য দেশে কল্পনা করা যায় না। এ ধরনের ঘটনায় সামনে আসন্ন নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র আছে কি না তা খতিয়ে দেখা দরকার। সড়ক দুর্ঘটনায় দুই তরুণ মৃত্যুবরণ করেছে এটা যেমন দুঃখজনক, তেমনি সদর পুলিশ ফাঁড়ি ও পুলিশ বক্স ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনার কোনো উসকানিদাতা রয়েছে কি না তা দেখতে হবে।’
তিনি আরও বলেন, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির দুটি ব্যাটালিয়ন, সেনাবাহিনী রয়েছে, নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, এরপরেও পুলিশ প্রশাসন এমন মবের ঘটনায় পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বিলম্ব হওয়া বা প্রশাসনের কোনো দুর্বলতা আছে কি না, তা খতিয়ে দেখা দরকার। প্রশাসনের দায়িত্বই হচ্ছে, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। যারা এ ধরনের নাশকতা ও মবের সৃষ্টি করেছে, এরসঙ্গে যারা জড়িত রয়েছে, তাদের খুঁজে বের করা দরকার। এটা হতে পারে না, এভাবে একটি দেশ এগিয়ে যেতে পারে না, দেশ চলতে পারে না। এটির নিন্দা জানানোর ভাষা আমার নেই।’
বিএনপি নেতা হারুনুর রশীদ বলেন, ‘রাস্তায় সড়ক দুর্ঘটনা ঘটেছে, এরসঙ্গে পুলিশের কি সম্পর্ক আছে? পুলিশ তো চেকপোস্ট বসাবেই অবৈধ মোটরসাইকেল ও লাইসেন্সবিহীন আরোহী আটক করবেই। কারণ মোটরসাইকেল দ্বারায় আজকে সবচেয়ে বেশি ক্রাইম হচ্ছে। এমনকি হাদীকেও আক্রমণ করা হয়েছে একটি মোটরসাইকেলে। সুতরাং সামনে নির্বাচন, তাই অবৈধ মোটরসাইকেল চলছে কি না তা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রাখতে হবে।’
তিনি বলেন, ‘ক্রাইমকে কন্ট্রোল করতে হবে। অপরাধ দমন করতে গিয়ে যদি পুলিশের ওপর চড়াও হয়, একটি পক্ষ এমন ঘটনাকে উসকানি দিচ্ছে, আমি মনে করি এরমধ্যে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে।’
এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ শহরের সার্কিট হাউস মোড়ে সড়ক দুর্ঘটনায় মারা যান রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণ। পুলিশের চেকপোস্ট পেরিয়ে পালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।
সড়ক দুর্ঘটনার পর চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের ওপর মরদেহ রেখে অবরোধ করে স্বজন ও স্থানীয়রা। এক পর্যায়ে বিশ্বরোড পুলিশ বক্স ও শান্তিবাগের পুলিশ ফাঁড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়।
পরে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় রাত সাড়ে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ১৫:৫২:৪৬ ৬ বার পঠিত