জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় ১০ বছর বয়সী এক শিশুর গলায় একটি ৫ টাকার কয়েন আটকে গেছে।
শিশুটির নাম নাইম, সে স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবা একজন ভ্যানচালক।
আজ, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে খেলার সময় এই দুর্ঘটনাটি ঘটে।
পরিবারের সদস্যরা জানান, অসাবধানতাবশত নাইম একটি ৫ টাকার কয়েন গিলে ফেলে। সাথে সাথেই তার শ্বাস-প্রশ্বাসে সমস্যা শুরু হয় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরে দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাইমের পরিবার এবং প্রতিবেশীরা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তারা শিশুটির গলা থেকে কয়েনটি বের করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৪:০৪ ৪২ বার পঠিত