ইসলামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল, কৃষকের চোখে অশ্রু

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইসলামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল, কৃষকের চোখে অশ্রু
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



ইসলামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল, কৃষকের চোখে অশ্রু

জামালপুর প্রতিনিধি : টানা দু-তিন দিনের ভারি বৃষ্টিতে জামালপুরের ইসলামপুর উপজেলার বিস্তীর্ণ এলাকার ফসলের মাঠ পানিতে তলিয়ে গেছে। এতে কয়েকশ একর আমন ধান ক্ষেত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা কৃষকদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি করেছে।

ইসলামপুর সদর, কুলকান্দী, পাথর্শী, চিনাডুলী ইউনিয়নসহ পৌরসভার কিছু নিচু এলাকার প্রায় ৫০০ একরেরও বেশি আমন ধান ক্ষেত বর্তমানে পানির নিচে। মাত্র কয়েকদিন আগে রোপণ করা এসব চারা পচে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

সরেজমিনে পাথর্শী ইউনিয়নের গামারিয়া এলাকার মাঠে গিয়ে দেখা যায়, চারদিকে শুধু পানি আর পানি।
মুখশিমলা গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, “দুই বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। সার আর ওষুধও দিয়েছি, গাছগুলো সবুজ হয়ে উঠেছে। কিন্তু টানা তিন দিনের বৃষ্টিতে সব ধান গাছ ডুবে গেছে, পচনও ধরেছে। পানি পারাপারের রাস্তা বন্ধ করে দেওয়ায় এই অবস্থা। দ্রুত পানি সরানোর ব্যবস্থা না করলে সব ফসল নষ্ট হয়ে যাবে।”

একই গ্রামের ডবলু মিয়া জানান, “ফসল তো গেছেই, কিস্তি তুলে পুকুরে মাছ ছেড়েছিলাম, সব মাছও ভেসে গেছে। এখন কিস্তি দেবো কীভাবে?”
পাঁচবাড়িয়া এলাকার তানজিরুল ইসলাম রানা বলেন, “গত বছর আলুর আবাদ করে দাম পাইনি। এবার আগাম জাতের ধান লাগিয়েছিলাম, কিন্তু রোপণের এক মাস না যেতেই সব পানিতে ডুবে গেল।”

কুলকান্দী ইউনিয়নের মেজবাহুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “জন্মের পর এই মাঠের ফসল কখনো বৃষ্টির পানিতে ডুবতে দেখিনি। রাস্তার পাশের পানি পারাপারের পথগুলো ভরাট করে দেওয়ায় আজ এই অবস্থা। দুই দিন ধরে ধান গাছ পানির নিচে, কিন্তু পানি সরানোর কোনো উদ্যোগ নেই।”

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল জানান, শুধু গামারিয়া নয়, পুরো উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে ফসল তলিয়ে গেছে। তিনি বলেন, “এ বিষয়ে উপজেলা সমন্বয় কমিটির সভায় আলোচনা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে কাজ চলছে। আশা করি, পানি দ্রুত নেমে গেলে ফসলের তেমন ক্ষতি হবে না।”

তবে কৃষকরা বলছেন, যদি সময় মতো পানি সরানো না হয়, তাহলে তাদের ব্যাপক লোকসান গুনতে হবে এবং নতুন করে চারা লাগানোর মতো পরিস্থিতি তৈরি হবে। এমন পরিস্থিতিতে সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছেন তারা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৭   ৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
জামালপুরে ৫ টাকার কয়েন শিশুর গলায় আটকে মর্মান্তিক দুর্ঘটনা, হাসপাতালে শিশু
ইসলামপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে ফসল, কৃষকের চোখে অশ্রু
উত্তর কোরিয়ার ড্রোন পরীক্ষা তদারকি কিমের, এআই উন্নয়নের নির্দেশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ন্যায্য’ বাণিজ্য চুক্তিতে সম্মত কানাডা ও মেক্সিকো
বাড্ডায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ শুরু
অনলাইন জুয়ার শাস্তি কী, জানালো তথ্য মন্ত্রণালয়
প্রযুক্তি শিক্ষা সহজলভ্য করতে চাইছে সরকার: ফয়েজ আহমদ তৈয়্যব
প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নেদারল্যান্ডসের নতুন রাষ্ট্রদূত
ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে: বদিউল আলম মজুমদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ