সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ

প্রথম পাতা » খুলনা » সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫



সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ

জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জন ও আহত একজনের পরিবারের অনুকূলে মঞ্জুরিকৃত ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর চেয়ারম্যান মো. আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ এ চেক বিতরণ করেন।

সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, বিআরটিএ খুলনা ও বরিশাল বিভাগীয় পরিচালক মো. জিয়াউর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুকিত হাসান খান, বিআরটিএ সদর কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জি.) ফারুক আহমেদ, সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক উসমান সরোয়ার আলম।

এ সময় উপস্থিত ছিলেন, বিআরটিএ সাতক্ষীরা অফিসের মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, ম্যাকানিকাল এসিস্টান্ট মো. ওবায়দুর রহমান, উচ্চমান সহকারি নাসিরউদ্দিন প্রমুখ।

বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে তার পরিবার অসহায় হয়ে পড়ে। একইভাবে কেউ আহত হয়ে পঙ্গুত্ব বরণ করলে তার জীবনে নেমে আসে দুর্বিসহ যন্ত্রণা। এ সব কথা মাথায় রেখে সরকার আইন করে ওইসব পরিবারের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই দুর্ঘটনায় কেউ মারা যাওয়া বা আহত হওয়া সম্পর্ক আইনের বিষয়টি সাধারণ মানুষের মাঝে প্রচার করতে হবে। দুর্ঘটনায় আহত বা নিহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেয়ে সকলে মিলে দুর্ঘটনা শূন্যের কোটায় পৌঁছে দিতে সকলকে কাজ করতে হবে।

বিআরটিএ এর ট্রাষ্টি বোর্ড এর সহায়তায় ৫ জন নিহতের পরিবারের মাঝে মাথাপিছু পাঁচ লাখ টাকা করে মোট ২৫ লাখ টাকা এবং আহত এক জনকে এক লাখ টাকার চেক প্রদান করা হয়। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিআরটিএ চেয়ারম্যানের হাত থেকে চেক গ্রহণ করেন, নাজমা খাতুন, শোহানা খাতুন, আব্দুল খলিল সরদার, অপূর্ণা রেজা ও ফাতেমা খাতুন। এ ছাড়া আহত জুলফিকার আলমের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:২৬   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের চেক বিতরণ
ঐকমত্যের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে: বদিউল আলম মজুমদার
আগামী নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করবে : দুদু
সাতক্ষীরা সীমান্ত থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল জব্দ
নড়াইলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
জুলাই সনদের বিষয়ে ঐক্যের আহ্বান গোলাম পরওয়ারের
খুলনায় চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম
দাকোপে লজিক প্রকল্পের পানি শোধনাগার পরিদর্শন করলেন ইইউ রাষ্ট্রদূত
সুন্দরবনে রাঙ্গা বাহিনীর ২ সহযোগী আটক, ৯ জেলে উদ্ধার
জাতীয় নির্বাচন ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে: প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ