সুপার ফোরে কেমন হবে ভারত ও পাকিস্তানের একাদশ

প্রথম পাতা » খেলাধুলা » সুপার ফোরে কেমন হবে ভারত ও পাকিস্তানের একাদশ
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



সুপার ফোরে কেমন হবে ভারত ও পাকিস্তানের একাদশ

ভারতের জন্য ওমান ম্যাচটা ছিল শুধুই আনুষ্ঠানিকতার। এই ম্যাচের আগেই তাদের সুপার ফোর নিশ্চিত হয়েছিল। তাই ফ্রন্টলাইন পেসার জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীকে বিশ্রাম দিয়ে ওমানের বিপক্ষে খেলতে নামে টিম ইন্ডিয়া। তাদের জায়গায় ঢুকেন আর্শদীপ সিং ও হার্শিত রানা।

নিশ্চিত করে বলা যায়, আর্শদীপ ও হার্শিত দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের আজকের ম্যাচে একাদশে জায়গা হারাচ্ছেন। ওমানের বিপক্ষে প্রথমজন ৩৭ ও পরের জন ৩ ওভারে ২৭ রান দিয়েছিলেন। যদিও তাদের বাদ পড়ার পেছনে পারফরম্যান্সের কারণ হয়ে উঠবে না, কারণ হবেন টি-টোয়েন্টির এক নম্বর র‌্যাঙ্কিংধারী বোলার ও ফরম্যাটটির সেরা ডেথ বোলার। টি-টোয়েন্টির এক নম্বর বোলার এখন বরুণ চক্রবর্তী। সপ্তাহখানেক আগে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফিকে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন তিনি। আর বিশ্বের সেরা ডেথ বোলার? জাসপ্রিত বুমরাহ।

ভারতের একাদশে আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বরুণ, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবসহ তিন স্পিনার দিয়ে একাদশ সাজাতে পারে তারা। বুমরাহকে পেস বোলিংয়ে সঙ্গ দেবেন হার্দিক পান্ডিয়া, দুয়েক ওভার করে দেওয়ার সক্ষমতা আছে শিভম দুবেরও। ওপেনিংয়ে টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটার অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিল। ব্যাটার হিসেবে আরও আছেন সূর্যকুমার যাদব, তিলক বার্মা ও স্যাঞ্জু স্যামসন। স্যামসন সামলাবেন উইকেটও।

গ্রুপপর্বে ভারতের বিপক্ষে পাকিস্তান পাত্তাই পায়নি। ওই হারের পর আরব আমিরাতের বিপক্ষে দুই পরিবর্তন নিয়ে নেমেছিল পাকিস্তান। ফাহিম আশরাফ ও সুফিয়ান মুকিমের পরিবর্তে দলে ঢুকেছিলেন খুশদিল শাহ ও হারিস রউফ। পাকিস্তান ভারতের বিপক্ষেও হয়তো এই দলের ওপরই ভরসা করবে।

ওপেনার সাইম আয়ুব এশিয়া কাপে একটি রানও করতে পারেননি। কিন্তু তার বাদ পড়ার সম্ভাবনা নেই, বল হাতে পুষিয়ে দিচ্ছেন এই লেগি। পাকিস্তানের তো বটেই, টুর্নামেন্টেরই চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। ৩ ম্যাচে নিয়েছেন ৬ উইকেট। তার সঙ্গে নামবেন সাহিবজাদা ফারহান। এরপর মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ ও মোহাম্মদ নাওয়াজরা রয়েছেন।

ভারতের সম্ভাব্য একাদশ
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, স্যাঞ্জু স্যামসন, তিলক বার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব ও জাসপ্রিত বুমরাহ।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ
সাইম আয়ুব, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ হারিস, ফখর জামান, সালমান আলী আগা, হাসান নাওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ সময়: ১৩:৪৭:০৯   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের রেকর্ড ভাঙলেন ইয়ামাল
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি
ধানের শীষকে জেতানোর বিকল্প নেই: তারেক রহমান
কুন্দের জোড়া গোলে ফ্রাঙ্কফুর্টকে হারালো বার্সা
বেগম রোকেয়া পদক ঋতুপর্ণার কাছে ‘বিশেষ’
রিয়ালের বিপক্ষে সেল্টার ঐতিহাসিক জয়
পর্তুগালকে হারিয়ে প্রথমবার ব্রাজিলের শিরোপা জয়
তরেসের হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল বার্সেলোনার
মেসির জোড়া অ্যাসিস্টে এমএলএসে ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন মায়ামি
২০২৬ ফিফা বিশ্বকাপ, এক নজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ