রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

২ লাল কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ইউনাইটেড

প্রথম পাতা » খেলাধুলা » ২ লাল কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ইউনাইটেড
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



২ লাল কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ইউনাইটেড

প্রিমিয়ার লিগে অনেক সমালোচনার মুখে থাকা রুবেন আমোরিম অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ওল্ড ট্রাফোর্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে কিছুটা হলেও নিজের উপর থেকে চাপ কমালেন পর্তুগিজ এই কোচ।

ম্যাচের শুরুতেই চেলসির জন্য বড় ধাক্কা। মাত্র ৫ মিনিটের মাথায় গোলরক্ষক রবার্ট সানচেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ১৪ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ ইউনাইটেডের হয়ে শততম গোলটি করেন।

৩৭ মিনিটে রিস জেমসের ভুল ক্লিয়ারেন্স থেকে হ্যারি ম্যাগুয়ারের হেডে বল পেয়ে ক্যাসেমিরো ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ক্যাসেমিরো।

১০ জনের দলে পরিণত হওয়া সত্ত্বেও চেলসি শেষ দিকে ম্যাচে ফিরতে চেষ্টা করে। ৮০ মিনিটে ট্রেভো চালোবাহ গোল করে ব্যবধান কমান। তবে আর সমতা আনতে পারেনি ব্লুজরা।

এবারের মৌসুমে এটি ইউনাইটেডের দ্বিতীয় জয়। দীর্ঘদিন ধরে কোচ আমোরিমকে নিয়ে সমালোচনা হচ্ছিল, এমনকি চাকরি হারানোর গুঞ্জনও ছিল জোরালো। কিন্তু এই জয় অন্তত কিছুদিনের জন্য তাকে স্বস্তি এনে দিল।

বাংলাদেশ সময়: ১৪:০৭:০৫   ৩৫ বার পঠিত