রোনালদো-ফেলিক্সের জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর

প্রথম পাতা » খেলাধুলা » রোনালদো-ফেলিক্সের জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর
রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫



রোনালদো-ফেলিক্সের জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর

বড় জয় দিয়ে লিগ শুরু করেছিল আল নাসর, জিতেছিল পরের ম্যাচেও। এএফসি কাপের প্রথম ম্যাচেও পায় বড় জয়। এই তিন ম্যাচে কোনো গোল হজমের বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদোকে দিয়ে সাজানো আক্রমণভাগ দিয়েছে ১৩টি।

আত্মবিশ্বাসকে চূড়ায় রেখে আল নাসর গতকাল আল-রিয়াদের মুখোমুখি হয়েছিল। এ ম্যাচে এসে মৌসুমের প্রথম গোল হজম করলেও তুলে নিয়েছে ৫-১ গোলের বড় জয়। যার ৪টি গোল ভাগাভাগি হয়েছে দুই পর্তুগিজের মধ্যে; জোয়াও ফেলিক্স জোড়া গোল পূর্ণ করার পর রোনালদোও আর বাদ থাকেননি। কিংসলে কোম্যান করেছেন অন্য গোলটি।

আল নাসর খুশি না হয়ে করবে কী! আল-রিয়াদকে উড়িয়ে দিয়ে তারা লিগ টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে। আবার ৩ ম্যাচডে শেষে সবচেয়ে বেশি গোল করার পাশাপাশি সবচেয়ে কম গোল হজম করার কীর্তিটিও তাদের। অন্য ১৭ দল একাধিক গোল হজম করলেও রোনালদোরা করেছে মাত্র একটি, দিয়েছে ১২ গোল। দলের জন্য সময়টা সোনায় সোহাগা।

আল-আওয়াল পার্কে ৬ মিনিটের মধ্যেই লিড নিয়ে নেয় আল নাসর। কিংসলে কোম্যানের তীরের বেগে বাড়িয়ে দেওয়া বলে পা ছুঁয়ে জালের দেখা পান ফেলিক্স। কোম্যান নিজের একমাত্র গোলটি করেন ৩০ মিনিটে। রিয়াদের ব্যাকপাস থেকে বল পেয়ে তীরের বেগে ডি বক্সের ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। ৩ মিনিট পরই ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেন।

বিরতির ঠিক আগে আগে ফেলিক্স আরেকবার গোল করেছিলেন। কিন্তু রেফারি সেই গোল বাদ করে দেন। তবে পর্তুগিজ তারকা জোড়া গোল থেকে বঞ্চিত থাকেননি, বিরতি থেকে ফিরেই ৪ মিনিটের মধ্যে গোল করে ফেলেন তিনি। এবারের লিগে এটা তার পঞ্চম গোল এবং সবার মধ্যে সর্বোচ্চ। একটু পর রিয়াদ একটি গোল শোধ করে।

রোনালদো ক্যারিয়ারের ৯৪৫তম গোলটি করেন ম্যাচের ৭৬ মিনিটে, তিনি এখন লিগের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। প্রথম ম্যাচে আল-তাইওয়ানের বিপক্ষেও একটি গোল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৪:১০:১৭   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


রোনালদো-ফেলিক্সের জোড়া গোলে রিয়াদকে উড়িয়ে দিল আল নাসর
২ লাল কার্ডের ম্যাচে চেলসিকে হারাল ইউনাইটেড
সুপার ফোরে কেমন হবে ভারত ও পাকিস্তানের একাদশ
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশে যে পরিবর্তন আসতে পারে
নেপালের জালে বাংলাদেশের ৪ গোল
নেপালের সঙ্গে ড্র করেও ১৮৪তম বাংলাদেশ
ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার
এমবাপ্পের জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের ইতিহাস গড়া জয়
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ভারতীয় হাইকমিশনারের সংবর্ধনা
আজ থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ