বিএনপিতে ঐক্যের ডাক দিলেন মাসুদুজ্জামান মাসুদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপিতে ঐক্যের ডাক দিলেন মাসুদুজ্জামান মাসুদ
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫



বিএনপিতে ঐক্যের ডাক দিলেন মাসুদুজ্জামান মাসুদ

নারায়ণগঞ্জের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেই দলের ঐক্যের ডাক ও জনগণের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভীর হাতে ফুল দিয়ে ও সদস্যপত্র গ্রহণের মাধ্যমে দলে যোগ দেন।

অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় ও নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান।

এসময় তাকে স্বাগত জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেন, মাসুদুজ্জামান মাসুদ সাহেব দলে যোগদান করছেন আমরা তাকে স্বাগত জানাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নানান চড়াই-উৎরাই এবং উত্থান পতনের মধ্য দিয়ে টিকে ছিলো। সেই দলে আজও মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা এই দল করার। মাসুদুজ্জামান মাসুদ সাহেবের এই যোগদানকে আমি অত্যন্ত আনন্দ চিত্তে মনে করি, তাদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা যোগদান করছেন তাদেরকেও আমরা স্বাগত জানাই।

যোগদানের পর মাসুদুজ্জামান মাসুদ বলেন, আজকে এই যোগদান হবে আমার জীবনের আরেকটি অধ্যায়। জাতীয়তাবাদী দলকে বিশ্বাস করে আজকের যাত্রা হবে এই দলকে দুর্নীতিমুক্ত রাখা যেকোনো ধরনের ভালো কাজের সাথে আমার জীবনের পথচলা।

তিনি বলেন, নারায়ণগঞ্জের যত বিএনপির নেতাকর্মী আছে সবাইকে নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে তারুণ্যের নেতৃত্ব তার নির্দেশনায় কাজ করবো সবাইকে নিয়ে। এখানে স্থানীয় নেতৃবৃন্দ আছেন এবং যারা মহানগর এবং জেলার নেতৃবৃন্দ আছেন সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই।

তিনি আরো বলেন, কোন ভেদাভেদ নেই আমরা সামনে অনেক দূর পাড়ি দিতে হবে। আমাদের ভিতরে যাতে বিভাজন না হয়। আমাদের পেছনে জাতীয়তাবাদী দলের পেছনে লোক লেগে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা খুবই খুবই জরুরী। সেদিকে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। নারায়ণগঞ্জবাসী সহ আমি কৃতজ্ঞ যে আপনার আমাকে সদস্য হিসেবে গ্রহণ করতে যাচ্ছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ ও সাইয়েদুল আলম বাবুল, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মো. গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান দীপু ও মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাড. সাখাওয়াত হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা বিএনপি মনিরুল ইসলাম রবি, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর পরিচালক ও বিএনপি নেতা হানিফ সরদার, শহর ছাত্রদলের সাবেক সভাপতি ইফতেখার কায়েস রুমেল, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, ফারুক আহমেদ রিপন, মাহবুব উল্লাহ তপন, এডভোকেট বিল্লাল হোসেন, মনোয়ার হোসেন সোখন, শহিদুল ইসলাম রিপন, সারোয়ার মুজাহিদ মুকুল, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত ইসলাম রানা, সদর থানা বিএনপি সহ-সভাপতি মহসিন উল্লাহ, সাবেক কাউন্সিলর অহিদুল ইসলাম ছক্কু, ১১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক, এসএম দিপু, যুবদল নেতা সরকার আলম, বিএনপি নেতা জয়নাল আবেদীন, জাহাঙ্গীর মাতবর, বিএনপি নেতা ইসলা উদ্দিন ঈসা, মহিলা নেত্রী নুরুন্নাহার, সাজেদা খাতুন মিতা, রোজিনা আক্তার, খোরশেদ আলম লিপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২৩:১১:৩২   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
রাকসুর ভোটের তারিখ পরিবর্তন
ফতুল্লায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
আড়াইহাজারে নৌপথে চাঁদাবাজির চেষ্টা, স্থানীয়দের ধাওয়ায় পালালো দুর্বৃত্তরা
বিএনপিতে ঐক্যের ডাক দিলেন মাসুদুজ্জামান মাসুদ
কদমরসূল সেতু নির্মাণসহ ১১ দফা দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি
এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়
ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর: ৫টি নদী পুনঃখনন করবে সেনাবাহিনী
ব্রহ্মপুত্রের ভাঙনে দিশাহারা এলাকাবাসী, নদীশাসন চান ক্ষতিগ্রস্তরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ