মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ভারতকে হারানোর সামর্থ আছে: সিমন্স

প্রথম পাতা » খেলাধুলা » ভারতকে হারানোর সামর্থ আছে: সিমন্স
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



ভারতকে হারানোর সামর্থ আছে: সিমন্স

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের সম্ভাবনা উজ্জ্বল করেছে বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচেও পা হড়কানোর সুযোগ নেই। যার মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে আগামীকাল (বুধবার)। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই মাচে বাংলাদেশের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বড় ফেবারিট ভারত। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল সূর্যকুমার যাদবের দলই।

এশিয়া আগামী দুইদিন বাংলাদেশের অগ্নিপরীক্ষা। ২৪ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে খেলার পরদিনই (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই দুই ম্যাচের একটিতে জয় পেলেও ফাইনালে খেলতে পারে টাইগাররা।

এই দুই ম্যাচের মধ্যে ভারতের বিপক্ষে ম্যাচটিই বেশি কঠিন হওয়ার কথা বাংলাদেশের জন্য। লিটন দাসের দল শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী টইটম্বুর থাকলেও সূর্যকুমারের দলের চেয়ে শক্তিমত্তায় অনেকখানি পিছিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দুই দফায় পাকিস্তান আত্মসমর্পণ করেছে। টাইগারবাহিনী কতটুকু লড়াই করতে পারে তা দেখার কৌতুহল অনেকেরই।

তবে, ভারতকে কঠিন প্রতিপক্ষ ভাবতে নারাজ বাংলাদেশের কোচ ফিল সিমন্স। বাংলাদেশসহ সুপার ফোরের বাকি দলগুলোও ভারতকে হারানোর সামর্থ রাখে বলে দাবি তার।

সিমন্স বলেন, ‘প্রত্যেকটা দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। পুরোটা আসলে ওই দিনের খেলার উপর নির্ভর করে। ভারত আগে কী করেছে সেটা বড় বিষয় নয়। বুধবারে তারা কী করে সেটাই দেখার বিষয়। ম্যাচের ওই সাড়ে তিন ঘণ্টার উপর সবকিছু নির্ভর করে। যতটা সম্ভব চেষ্টা করব নিজেদের সেরা খেলাটা খেলতে। পাশাপাশি আশা করি ভারতকে ভুল করতে বাধ্য করব। এভাবেই আপনি ম্যাচ জিততে পারেন।’

পরিসংখ্যান বা শক্তিমত্তায় ভারতের ধারেকাছেও নেই বাংলাদেশ। সূর্যকুমারের দল যে টাইগারদের খুব বেশি সুযোগও দেবে না তা নিশ্চিত সিমন্স। তাই এক্ষেত্রে সুযোগ এলেই তা লুফে নেয়ার বার্তাই দিচ্ছেন শিষ্যদের। ক্যাচ, রান আউট বা স্টাম্পিংয়ের সুযোগ এলে তা যেন হাত ফসকে না যায়, সে ব্যাপারে শিষ্যদের সতর্ক করেছেন তিনি।

টাইগারদের এই কোচ বলেন, ‘দেখুন বিশ্বাস তো রাখতেই হবে। আমরা বসে এসব নিয়ে নিজেরা কথা বলেছি। আমাদের সবার মধ্যে ওই বিশ্বাসটা আছে যে আমাদের সুযোগ আছে। আমরা যদি ম্যাচের নিয়ন্ত্রণ পাই তাহলে সেটা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে হবে। আমাদেরকে সুযোগগুলো কাজে লাগাতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচ জেতার সুযোগ আমাদের আছে।’

বাংলাদেশ সময়: ১৬:২৭:৩৭   ১৯ বার পঠিত