মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫



কুড়িগ্রামে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনসহ জাতীয় নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি কুড়িগ্রাম জেলা শাখা।

আজ মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয় স্তম্ভ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দোয়েল চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দলের কুড়িগ্রাম জেলা শাখার প্রধান সমন্বয়ক মুকুল মিয়া, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম এবং যুব শক্তির জেলা আহ্বায়ক এম. রশীদ আলী।

বক্তারা বলেন, “শেখ হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা ফ্যাসিবাদের ডিম নিক্ষেপকে ভয় পায় না। যারা বিদেশের মাটিতে স্বদেশের সুনাম ক্ষুণ্ন করে, তারা কখনো বাংলাদেশের মানুষের বন্ধু হতে পারে না। আমরা অবিলম্বে জাতীয় নেতৃবৃন্দকে অবমাননাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম-সমন্বয়কারী মাহমুদুল হাসান জুয়েল, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, জেলা সদস্য আসাদুজ্জামান, লিটু সরকার, নারী সংগঠক নাছিরা খন্দকার নিশা এবং সদর উপজেলা শাখার আহ্বায়ক রাজু আহমেদ রাজ্জাক।

বাংলাদেশ সময়: ২২:৫৫:৪৫   ৩০ বার পঠিত