
কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির ওপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই। আওয়ামী লীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছেন, তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে উপহার দিতে চাই।
তিনি বলেন, সদর উপজেলা বিএনপি নেতারা সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশি। আমার আত্মীয় ভাইবোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তার সঙ্গেই থাকব। আমি হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তার সঙ্গে থাকা বিএনপির নেতারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।
আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতারা।
বাংলাদেশ সময়: ০:১৯:১০ ৫ বার পঠিত