আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক

প্রথম পাতা » চট্টগ্রাম » আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬



আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক

কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেছেন, যারা গত ১৬ বছর বিএনপি তথা বিরোধী শক্তির ওপর নির্যাতন নিপীড়ন করেছে তাদের সঙ্গে কোনো আপস নেই। আওয়ামী লীগের হাতে বহু নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে জেল খাটিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। দেশনায়ক তারেক রহমান নির্বাসনে থাকতে হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) নগরীর ধর্মসাগর পাড়ে আদর্শ সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, আমার ভাই হাজী ইয়াছিন দলের জন্য যে সেক্রিফাইজ করেছেন, তা ইতিহাস হয়ে থাকবে। দলের প্রশ্নে, ধানের শীষের প্রশ্নে আজ কুমিল্লা বিএনপি ঐক্যবদ্ধ। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ আসনটি সর্বোচ্চ ভোটে তারেক রহমানকে উপহার দিতে চাই।

তিনি বলেন, সদর উপজেলা বিএনপি নেতারা সর্বদা আমাকে পাবেন। আমি সবার আগে দেখি দলে কার অবদান বেশি। আমার আত্মীয় ভাইবোন হলেও দলের জন্য যে কাজ করবে আমি তার সঙ্গেই থাকব। আমি হাজী ইয়াছিনকে কথা দিচ্ছি তার সঙ্গে থাকা বিএনপির নেতারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ।

আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইউমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজামুদ্দিন কায়সারসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের নেতারা।

বাংলাদেশ সময়: ০:১৯:১০   ৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


আ.লীগের সঙ্গে কোনো আপস নয়: মনিরুল হক
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে : র‌্যাব ডিজি
পে স্কেল বাস্তবায়নে যা বললেন অর্থ উপদেষ্টা
মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য: গণশিক্ষা উপদেষ্টা
দেশের ভবিষ্যতের চাবি এখন জনগণের হাতে - সুপ্রদীপ চাকমা
জুলাই সনদকে প্রতিষ্ঠিত করতেই গণভোটের আয়োজন : আদিলুর রহমান
নারীর ক্ষমতায়নের অগ্রদূত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া : কামরুল হুদা
সংবিধান যেন কেউ বিকৃত করতে না পারে, সেজন্যই এ পরিবর্তন - সুপ্রদীপ চাকমা
‘গণভোটের পক্ষে অবস্থান নিতে হবে, হ্যাঁ ভোট দিতে হবে’: উপদেষ্টা আদিলুর
প্রত্যেক নাগরিককে শক্তিশালী হতে হবে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ