
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. জসিম উদ্দিন বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নারায়ণগঞ্জ জেলা পুলিশের সর্বস্তরের প্রশাসন তৎপর রয়েছে। পুলিশ, সেনাবাহিনী, র্যাব, আনসার ও সাদা পোশাকধারী একাধিক বাহিনী পূজাকে ঘিরে নিরাপত্তার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নারায়ণগঞ্জের হিন্দু ধর্মাবলম্বীরা নির্ভয় ও নির্বিঘ্নে পূজা করতে পারবেন, আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাব।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বেশ কয়েকটি পূজামণ্ডপ এবং সন্ধ্যায় পাগলা বাজার শ্রীশ্রী লোকনাথ মন্দিরসহ জেলে পাড়ার কয়েকটি মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি জসিম উদ্দিন বলেন, “নারায়ণগঞ্জে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে বিষয়ে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সচেষ্ট রয়েছে। পাশাপাশি ভলেন্টিয়ার এবং এলাকাভিত্তিক নেতাকর্মীদেরও সোচ্চার থাকার আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু আপত্তিকর ঘটনার খবর পাওয়া গেছে, কিন্তু সেগুলো ছিল গুজব। কেউ এসব গুজবে কান দেবেন না। সবাই শান্তি-শৃঙ্খলা মেনে পূজা উদযাপন করবেন, আর আমরা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করব।”
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান, ফতুল্লা মডেল থানার ওসি মো. শরিফুল ইসলাম, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শিবু দাস, ডাক্তার অনিল, ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন পাগলা শাখার সভাপতি বাবুল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন হিমু, বাংলাদেশ তথ্য প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম রতন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২:৫৯:২২ ৬ বার পঠিত