
এশিয়া কাপের বিগ ম্যাচে বুধবার (২৪ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের সবচেয়ে সফল দল ভারত। এই ম্যাচ জিতলে ফাইনালে এক পা দিয়ে ফেলবে লিটন দাসের দল। টাইগাররা সমীহ পাচ্ছে মেন ইন ব্লুদের কাছ থেকেও। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮ টায়।
ভারত-বাংলাদেশ মানেই আলাদা উত্তাপ। রজনৈতিক কারণ আছে। বৈশ্বিক মঞ্চে দু’দলের ক্লোজ কিছু ম্যাচও আরেকটা কারণ। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে শক্তিমত্তায় বহুগুণে পিছিয়ে টাইগাররা। ১৭ দেখায় মাত্র এক জয়। তাও বছর ছয়েক আগে। তবুও, ক্রিকেটটা যেহেতু অনিশ্চয়তার খেলা, দুবাইতে সব পরিসংখ্যান একপাশে রেখেই খেলতে নামবেন লিটনরা।
বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে তাদের সাম্প্রতিক ফর্ম। শ্রীলঙ্কাকে হারিয়ে মোমেন্টাম আছে টাইগার শিবিরে। টপ অর্ডার রান পাচ্ছে, রানে ফিরেছেন তাওহীদ হৃদয়ও। দুবাইয়ের মন্থর উইকেটে দায়িত্বটা বেশি থাকবে মোস্তাফিজ-শেখ মেহেদির ওপর। উইকেটের আচরণ এ দুজনেরই পক্ষে। তবে পার্থক্য গড়ে দিতে পারে ফিল্ডিং।
দুবাইয়ের আউটফিল্ডে ফিল্ডিং করাটা কঠিন। পাকিস্তানের বিপক্ষে প্রায় ১ হালি সহজ ক্যাচ হাতছাড়া করেছে ভারত। মেন ইন ব্লুদের ওই ভুলগুলোই ম্যাচে এগিয়ে দিতে পারে বাংলাদেশকে। জেমস প্যামেন্টের অধীনে ফিল্ডিং সেশনে বাড়তি ঘাম ঝরায় টিম টাইগার।
লিটনের চোট নিয়ে গুঞ্জন থাকলেও টিম ম্যানেজমেন্ট আশাবাদী টাইগার অধিনায়ককে নিয়ে। পেশির টানে যদিও এই ব্যাটার নিজের ব্যাটিং অনুশীলন করতে পারেননি পুরোপুরি। ভারতের বিপক্ষে টস ভাগ্যটাও হবে গুরুত্বপূর্ণ। দুবাইয়ে রান তাড়াটাই অপেক্ষা কৃত সহজ। আর লঙ্কানদের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ নামতে পারে একাদশে একটি পরিবর্তন নিয়ে। পেসার শরিফুল ইসলামের জায়গায় দলে জায়গা পেতে পারেন তানজিম হাসান সাকিব।
এদিকে অপ্রতিরোধ্য ভারত নামবে সেরা একাদশ নিয়েই। আগেই বলা হয়েছে, বাংলাদেশকে সমীহ করছে ভারত। ফলে এই ম্যাচে টাইগারদের ছাড় দিতে চাইবে না সূর্যকুমারের দল। আর এই ম্যাচটা জিতলেই যেহেতু ফাইনাল অনেকটা নিশ্চিত হয়ে যাবে কোনো এক দলের। ফলে এই ম্যাচেই ফাইনালে ওঠার মঞ্চ হিসেবে ব্যবহার করতে পারে বুমরাহ-দুবেরা। তবে বুমরাহ পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিং করায় তাকে বিশ্রামে রাখতে পারে ভারত।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, শামীম হোসেন পাটোয়ারি, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।
বাংলাদেশ সময়: ১১:১০:০৪ ৫৩ বার পঠিত