ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা

ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয় ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বুধবার রাজধানীর আশকোনায় ঢাকা হজ অফিসের সম্মেলন কক্ষে হজ ২০২৬-এ সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘‘হজের খরচ কমানোর বিষয়ে জনসাধারণের জোরালো দাবি আছে। কিন্তু ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয়। বিশেষ করে সৌদি আরবে সেদেশের সরকারের নির্ধারিত খরচ আমরা কমাতে পারি না। আমরা শুধু বিমানভাড়া ও বাড়িভাড়া নিয়ে কিছুটা দর কষাকষি করতে পারি। বিমানভাড়া যৌক্তিকভাবে নিরূপণের লক্ষ্যে আমরা তৎপর আছি।’’

হজযাত্রীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার সচেষ্ট মন্তব‌্য ক‌রে উপ‌দেষ্টা ব‌লেন, ‘‘গত বছর প্রায় ২৭ হাজার টাকা বিমানভাড়া কমানো হয়েছিল। এবারও বিমানভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের চেষ্টা অব্যাহত রয়েছে।’’

ধর্ম উপদেষ্টা আরও বলেন, ‘‘হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকারের কোনো ব্যবসায়িক উদ্দেশ্য নেই। সরকার হজ নিয়ে ব্যবসা করে না, বরং সরকারি মাধ্যমে হজ প্যাকেজের অব্যয়িত অর্থ হাজীদের ফেরত দিয়ে থাকে। এ বছর আমরা সরকারি মাধ্যমের হাজীদের ৮ কোটি ২৮ লাখ টাকা ফেরত দিয়েছি।’’

ড. খালিদ বলেন, ‘‘সরকারি মাধ্যমে হজযাত্রী যত বৃদ্ধি পাবে, হজ ব্যবস্থাপনা তত সহজ ও নিরাপদ হবে। এ দেশ থেকে একটি উল্লেখযোগ্যসংখ্যক হজযাত্রী যদি সরকারি মাধ্যমে হজে যায় তাহলে আমরা তাদের উন্নত সেবা নিশ্চিত করতে পারবো।’’

তিনি সরকারি মাধ্যমে হজযাত্রী বৃদ্ধিতে কর্মশালায় অংশগ্রহণকারীদের আরো তৎপর হওয়ার অনুরোধ জানান।

ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে যুগ্মসচিব (হজ) ড. মঞ্জুরুল হক বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যের মধ্যে হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, অতিরিক্ত সচিব (প্রশাসন) মু: আ: আউয়াল হাওলাদার, অতিরিক্ত সচিব মোঃ ইমতিয়াজ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান উপস্থিত ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী এ কর্মশালায় আয়োজক মন্ত্রণালয়, ঢাকা হজ অফিস, ইসলামিক ফাউন্ডেশনের সদর দপ্তর, বিভাগীয় ও জেলা কার্যালয় ও ইমাম প্রশিক্ষণ একাডেমির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭:১০:২৯   ৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে : র‌্যাব মহাপরিচালক
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক
তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনে কোনভাবেই স্টেকহোল্ডার হতে পারবে না তামাক কোম্পানি: মৎস্য উপদেষ্টা
ইচ্ছা করলেই সরকারের পক্ষে হজের খরচ কমানো সম্ভব নয় : ধর্ম উপদেষ্টা
শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ
নির্বাচনে সেনা, নৌ ও বিমানবাহিনী মাঠে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
পোস্টাল ব্যালটে প্রবাসীদের ভোট নিয়ে গোপনীয়তার চ্যালেঞ্জ আছে: ইসি সানাউল্লাহ
কোনো নির্বাচনে আ.লীগ অংশ নিতে পারবে না: সারজিস আলম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ