পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫



পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা

জেলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য কার্যালয়ের আয়োজনে আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে এ কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।

তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীলের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেত আলী এ কর্মশালার উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন-সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশ। ভার্চুয়ালি যুক্ত হন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন।

এসময় প্রধান অতিথি বলেন, দুষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময় রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের কাছে পৌঁছে দিতে উপস্থিত সকলের কার্যকর ভূমিকা পালন করতে হবে। টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তিনি। এজন্য গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। এ কর্মসূচি সফল করতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

এর আগে, জেলা তথ্য অফিসার উজ্জ্বল শীল পাওয়ার পয়েন্টের মাধ্যমে টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সিভিল সার্জন বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড ভ্যাকসিনেশন কর্মসূচি। মাসব্যাপী হলেও মূলত ২০ কর্মদিবস চলবে এ কর্মসূচি। এর মধ্যে ১০ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ কার্যদিবস কমিউনিটিতে এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী তিন লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে টাইফয়েড ভ্যাকসিনেশন টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে জেলার এক হাজার ৮৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৪৭ হাজার ২৫০ জনকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক লাখ ১৪ হাজার ৯২৭ জনকে এক হাজার ৬২টি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে।

তিনি এ কর্মসূচি সফল করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। পরে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮:১২:০১   ২২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, সনদ তুলে দিলেন সাংবাদিক ইব্রাহীম খলিলকে
বিটিভিকে স্বায়ত্তশাসন দেওয়া হচ্ছে -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য, শোভন কর্মপরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করা হবে - শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ
দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে ছাগল ও উপকরণ বিতরণ
স্বাক্ষরিত জুলাই সনদের বাইরে প্রধান উপদেষ্টা কোনো সিদ্ধান্ত নিলে, দায় নেবে না বিএনপি: আমীর খসরু
‘নতুন কুঁড়ি’র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ব্রিটিশ মন্ত্রী জেনি চ্যাপম্যান
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
ভাষণে জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা: সালাহউদ্দিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ