ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



ধর্মীয় সম্প্রীতিই দেশের শক্তি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতিই হচ্ছে দেশের শক্তি। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য।

তিনি বলেন, ‘প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।’

আজ রোববার বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি দুর্গা মন্দিরগুলোতে আর্থিক সহায়তা দেন।

সারজিস আলম বলেন, ‘সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদ্‌যাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কাজ করাই আমাদের দায়িত্ব। আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক-যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে এনসিপি সবসময় কাজ করবে।’

তিনি আরও বলেন, অনেক জায়গায় সনাতন ধর্মালম্বীদের স্থায়ী মন্দির নেই, অস্থায়ীভাবে মণ্ডপ বানিয়ে পূজা অনুষ্ঠিত হয়, এ বিষয়গুলো জানার চেষ্টা করা হচ্ছে। এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও কাজ করবে। উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

এ সময় এনসিপি তেঁতুলিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

বাংলাদেশ সময়: ২২:১৩:৫০   ৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষক লাঞ্ছনার অভিযোগে সরিষাবাড়ী সমন্বয় সভায় ক্ষুব্ধ শিক্ষকরা
নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন মো. রায়হান কবির
সাধারণ মানুষের নিরাপত্তায় জেলাজুড়ে যৌথ বাহিনীর টহল
আগুন-সন্ত্রাস মেনে নেওয়া হবে না: আওয়ামী লীগকে হুঁশিয়ারি বাবুলের
ধানের শীষের বিজয় মানেই মানুষের মুক্তি: মান্নান
সরিষাবাড়ীতে আ.লীগকে পূর্ণবাসন নিয়ে যুবদল-বিএনপি দ্বন্দ্ব
স্বাগতিক বাংলাদেশের শুভ সূচনা
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবি নাহিদের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ