আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম

প্রথম পাতা » চট্টগ্রাম » আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫



আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হবে। কিন্তু এ নির্বাচন আগের মতো একদেশদর্শী, একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না।

আজ সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, দেশের স্বার্থে জনগণ যাকে পছন্দ করবে তাকে সরকার হিসেবে মেনে নিবে। ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন ও সরকারসহ আমরা সবাই নির্বাচন করার জন্য উদগ্রীব হয়ে আছি। সম্মিলিতভাবে দেশটাকে গড়ে তুলতে হবে। জনগণের প্রত্যাশা নিসংকোচে নিজের ভোটাধিকার প্রয়োগ করা, সেটাই নিশ্চিত হবে।

উপদেষ্টা বলেন, দূর্গাপূজার সময় সব ধরনের গুজব থেকে সাবধান থাকতে হবে। কারো একটি ছোট ভুলের কারণে যাতে পূজামণ্ডপে কোন অসুবিধার সৃষ্টি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, পার্বত্য চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনী আছে। সেখানকার স্থানীয় প্রশাসন আছেন, তারা স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে যারা দোষী তাদের শাস্তির আওতায় নিয়ে আসবে।

অনুষ্ঠানে এ সময় মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব মোহন দে প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:০৮:৩৮   ৮৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, অভিযোগ হাসনাত আব্দুল্লাহর
নিরপেক্ষ নির্বাচন গণমানুষের আকাঙ্ক্ষা : সালাহউদ্দিন আহমদ
জনগণ ইসলামী দলকে ভোট দিতে প্রস্তুত : ডা. তাহের
কক্সবাজারে ‘সংঘবদ্ধ ধর্ষণের শিকার’ কিশোরীর মৃত্যু
শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন হান্নান মাসউদ
এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের
নিরবচ্ছিন্ন ও মানসম্মত টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করতে হবে - তৈয়্যব
আজকে বাংলাদেশের জন্য অনেক একটা আনন্দের দিন : আমীর খসরু
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন
রাঙ্গামাটিতে বৈশাখী টিভির ২১ বছরে পূর্তি উৎসব পালিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ