খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক

প্রথম পাতা » চট্টগ্রাম » খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক

খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে এ কথা বলেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।

জেলা প্রশাসক বলেন, ‘যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পরিবারের পাশে থাকব। তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তাদের পুনবার্সন করার উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।’

ইফতেখারুল ইসলাম খন্দকার আরও বলেন, ‘অবরোধকারীদের সাথে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান হয়। তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরা ১৪৪ ধারা প্রত্যাহার করব।’

এ সময় ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন জেলা প্রশাসক। ক্ষতিগ্রস্তরা বিভিন্ন অভিযোগ প্রশাসনের কাছে তুলে ধরেন। এ সময় খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা প্রমুখ।

এদিকে খাগড়াছড়িতে ১৪৪ ধারা চতুর্থ দিনের মতো জারি অব্যাহত রয়েছে। শহরে বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজনজন হলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি এখনো থমথমে।

পৌর শহরের ভেতরে কিছু ব্যাটারিচালিত টমটম যানবাহন চলছে। বিশেষ করে এখানে বেড়াতে আসার পর্যটকেরা বেশি দুর্ভোগ রয়েছে। দূরপাল্লার যানবাহনগুলো এখান থেকে না ছাড়ার কারণে ভোগান্তির শিকার হচ্ছে তারা। জেলা প্রশাসক জানিয়েছেন, পণ্যবাহী ট্রাকগুলো গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৫০   ১৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার
মহেশখালীতে দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসী আটক
সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত দেখ‌তে বাংলাদেশে আসতে হ‌বে: হাসনাত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই: ফারুক-ই-আজম
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ৫ সদস্যের কমিটি গঠন: জেলা প্রশাসক
শারদীয় দুর্গোৎসব আমাদের শান্তি, ঐতিহ্য ও সম্প্রীতির প্রতীক - সুপ্রদীপ চাকমা
আগামী জাতীয় নির্বাচন একদলদর্শী ও এক ব্যক্তিদর্শী হবে না: উপদেষ্টা ফারুক-ই-আজম
পাহাড়ি-বাঙালি ঐক্যবদ্ধ হয়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান পার্বত্য উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ