বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই অগ্রযাত্রার মূল হাতিয়ার : সিনিয়র সচিব

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই অগ্রযাত্রার মূল হাতিয়ার : সিনিয়র সচিব
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫



বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই অগ্রযাত্রার মূল হাতিয়ার : সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন বর্তমান পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তির অগ্রগতি, ডিজিটাল রূপান্তর এবং বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে শুধু প্রথাগত জ্ঞানই যথেষ্ট নয় বরং বাস্তবভিত্তিক দক্ষতা ও আধুনিক জ্ঞানের সমন্বয়ই আমাদের অগ্রযাত্রার মূল হাতিয়ার।

অডিট একটি প্রতিষ্ঠানের আর্থিক ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম। এর মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়ার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠিত হয়। তবে কার্যকরভাবে অডিট পরিচালনার জন্য শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, পাশাপাশি দক্ষতা ও আধুনিক কৌশলগত জ্ঞানেরও প্রয়োজন হয়। তাই অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন আজকের দিনে সময়োপযোগী একটি বিষয় বলেন; সিনিয়র সচিব।

আজ রাজধানীর ভূমি ভবনের সভাকক্ষে অডিট পরিচালনায় দক্ষতার উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে সভাপতির বক্ত্যবে তিনি এসব কথা বলেন।

সিনিয়র সচিব বলেন; ডিজিটাল যুগে অডিট পরিচালনায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি প্রযুক্তি অন্তর্ভুক্ত করা হচ্ছে। এগুলো ব্যবহারে দক্ষতা অর্জন করলে অডিট প্রক্রিয়া হবে দ্রুত, নির্ভুল ও ঝুঁকিহীন। দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ অপরিহার্য। একটা কথা মনে রাখতে হবে দূর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় নয়।

অডিট পরিচালনায় দক্ষতা উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। এটি কেবল আর্থিক অনিয়ম প্রতিরোধ করে না, বরং প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। তাই যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তি-নির্ভরতা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে অডিট কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষ অডিট ব্যবস্থাই টেকসই উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার সহায়ক শক্তি।

পরে সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয়ে স্থাপিত রেকর্ড রুমসমূহের সংস্কার ও মেরামত প্রকল্পে (পিএসসি)র সভায় সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), এ. জে. এম. সালাহউদ্দিন নাগরী; ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১), মো: সাইদুর রহমান; ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিববৃন্দ এবং ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩৩   ১৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসরাইলি অবরোধ উপেক্ষা করে গাজা অভিমুখে অগ্রসর হচ্ছে ফ্লোটিলা
পাকিস্তানশাসিত কাশ্মীরে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৯, বন্ধ ইন্টারনেট
প্রতিমা বিসর্জনে সমাপ্তি হল শারদীয় দুর্গোৎসব
পটুয়াখালীতে এনসিপির কার্যালয় উদ্বোধন
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা - ধর্ম উপদেষ্টা
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
জামালপুরে জামিয়া আল-হেরা মহিলা মাদ্রাসার বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেষ মুহূর্তের গোলে বার্সেলোনার মাটিতে পিএসজির জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ