ময়মনসিংহের তারাকান্দায় জোর করে বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেয়ার ঘটনায় মো. মজলু মিয়া (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ নগরের জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার (১ অক্টোবর) দুপুরে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানায় এ ঘটনায় একটি মামলা হয়।
গ্রেফতার মো. মজলু মিয়া (৫০) উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকার মৃত রজব তালুকদারের ছেলে। বৃদ্ধের চুল কেটে দেয়ার ঘটনায় এজাহারভুক্ত ৭ নম্বর আসামি মজলু।
জানা যায়, ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামে একটি সংগঠন ওই চুল কাটার কাজটি করেছিল। সংগঠনের সদস্যরা ঢাকা থেকে ময়মনসিংহে এসে ওই কাজ করেন। সংগঠনটির প্রধান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গামারীতলা গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন আশরাফীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে মামলার আবেদন করেন ভুক্তভোগী হালিম উদ্দিনের ছেলে মো. শহিদ মিয়া আকন্দ। পরে পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান বলেন, ‘গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারেও চলছে অভিযান।
বাংলাদেশ সময়: ১২:৪০:৪৪ ২৪ বার পঠিত