সাভারে নারীসহ ৪ অপহরণকারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সাভারে নারীসহ ৪ অপহরণকারী আটক
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



সাভারে নারীসহ ৪ অপহরণকারী আটক

সাভারে নারীসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হানি ট্র্যাপের শিকার এক ভুক্তভোগীকে। গতকাল শুক্রবার বিকেলে সাভারের জামশিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ শনিবার (৪ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

আটক অপহরণকারী চক্রের সদস্যরা হলেন রংপুর জেলার পীরগাছা থানার তালুকো গ্রামের মো. জয়নালের ছেলে শরিফুল (২৫), একই থানার ২ নম্বর সতাং গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. জয়নাল (২৫), ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে সকাল আনমনা (১৯), শেরপুর জেলার নকলা থানার নাইরোন খোলা বাজার‌ এলাকার মো. বজলুর মিয়ার ছেলে মো. কাওসার হোসেন কনক (২০)।

পুলিশ জানায়, বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার পরিবার পরিকল্পনার ইন্সপেক্টর মো. মেহেদী হাসানকে মোবাইলফোনের মাধ্যমে হানি ট্র্যাপে ফেলে একটি অপহরণকারী চক্রের সক্রিয় সদস্যরা। পরে কৌশলে তাকে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে ডেকে এনে অপহরণ করেন তারা।
পরবর্তীতে অপহরণকারী চক্রের সদস্যরা ভুক্তভোগীকে একটি গোপন স্থানে আটকে রেখে তার পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় অপহরণ এবং মুক্তিপণের বিষয়টি ভুক্তভোগীর পরিবার ৯৯৯-এর মাধ্যমে সাভার মডেল থানা পুলিশকে জানালে সাভার মডেল থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানকারী দলটি তথ্য-প্রযুক্তির সহায়তায় টানা ২০ ঘণ্টা অভিযান পরিচালনা করে শুক্রবার দুপুরে সাভার মডেল থানাধীন জামশিং এলাকা থেকে ভুক্তভোগী মেহেদী হাসানকে উদ্ধার করে। এ সময় ওই হানি ট্র্যাপের ঘটনায় এক নারী সদস্যসহ অপহরণকারী চক্রের ৪ সদস্যকে আটক করতে সক্ষম হন।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির বলেন, আটককৃত অপহরণকারী চক্রের সদস্যরা সাভার পৌর এলাকার গেন্ডা ও রেডিও কলোনি মহল্লায় ভাড়া থেকে হানি ট্র্যাপের মাধ্যমে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের কাছ থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৪৪:৩৭   ২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত, যুক্তি তুলে ধরলেন তাহের
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি
বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছে : আইএমএফ
ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু
মেয়েরা আজ সবক্ষেত্রে জয়ী: কন্যাশিশু দিবসের আলোচনায় ডিসি
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ