ইসরাইলে আটক মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইসরাইলে আটক মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



ইসরাইলে আটক মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা

গাজাগামী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লটিলায় (জিএসএফ) অংশ নিয়ে ইসরাইলি বাহিনীর হাতে আটক হওয়া মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের মুক্ত করতে জোর কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে দেশটির সরকার। যুক্তরাষ্ট্র, তুরস্ক, জর্ডান, মিশর এবং আসিয়ান সদস্য দেশগুলো এই প্রচেষ্টায় মালয়েশিয়াকে সহায়তা করছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান।

গ্লোবাল সুমুদ ফ্লটিলার মোট ৪৪টি দেশের ৫০০ জনেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নেন। তাদের মূল উদ্দেশ্য ছিল গাজার ওপর ইসরাইলের অবরোধ ভেঙে ফিলিস্তিনিদের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছানো। সুমুদ নুসানতারা নামে এই বহরে যোগ দেন মালয়েশিয়ার স্বেচ্ছাসেবকরা।

তবে গত বুধবার ও বৃহস্পতিবার (১ ও ২ অক্টোবর) নৌবহর গাজার কাছাকাছি পৌঁছালে হামলা চালিয়ে এর সবগুলো জাহাজ জব্দ করে ইসরাইল। এছাড়া জাহাজগুলোতে থাকা স্বেচ্ছাসেবকদেরও আটক করা হয়।

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, এই মিশনে থাকা ২৩ জন মালয়েশীয় নাগরিককে আটক করা হয়েছে। তাদের তৃতীয় কোনো দেশের মাধ্যমে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে।

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু ইসরাইলে মালয়েশিয়ার কোনো নিজস্ব দূতাবাস নেই, তাই সরকার বন্ধুপ্রতিম দেশগুলোর কাছে তাদের নাগরিকদের কনস্যুলার সহায়তার জন্য অনুরোধ করেছে। তিনি আরও বলেন, ‘আমরা এমন একটি পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম এবং আসিয়ান অংশীদারদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছিলাম।’

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন। জর্ডান ও তুরস্ক মালয়েশীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়া মিশরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করছে।

মিশনের শুরু থেকেই মালয়েশিয়া আসিয়ান সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছিল। তারাও এখন মালয়েশীয় নাগরিকদের মুক্তির জন্য সহায়তা করছে।

বর্তমানে আটক অ্যাক্টিভিস্টদের সঙ্গে তাদের আইনি দলের যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রয়েছে। কারণ ইসরাইলে ‘ইয়োম কিপ্পুর’র ছুটির কারণে সরকারি ও কূটনৈতিক কার্যালয়গুলো বন্ধ আছে। তবে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে, সরকার প্রতিনিয়ত তাদের অবস্থা পর্যবেক্ষণ করছে এবং সোমবার কার্যালয়গুলো খুললে আবারও যোগাযোগ স্থাপন সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৬:৪৮:১৮   ৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া, নিহত ছাড়াল ১৮০০
মক্কায় আকস্মিক বন্যার পূর্বাভাস, সতর্কতা জারি
পাকিস্তানের হামলায় আফগানিস্তানে নিহত ৪
ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করবে রাশিয়া: পুতিন
প্রতি তিনজন ফরাসি মুসলিমের মধ্যে একজন বৈষম্যের শিকার : প্রতিবেদন
কর্মী ছাঁটাই ও বাজেট কমানোর ঘোষণা জাতিসংঘের
মালয়েশিয়ায় ইমিগ্রেশন পুলিশের অভিযানে ৮ বাংলাদেশিসহ আটক ১৭
বন্যা-ভূমিধসে দক্ষিণ-পূর্ব এশিয়ার চার দেশে মৃত্যু হাজার ছাড়াল
ক্যালিফোর্নিয়ায় গুলিবর্ষণে নিহত ৪, আহত ১০

News 2 Narayanganj News Archive

আর্কাইভ