জামালপুরে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় ভয়াবহ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় ভয়াবহ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি
শনিবার, ৪ অক্টোবর ২০২৫



জামালপুরে অবৈধ সিসা কারখানার বিষাক্ত ধোঁয়ায় ভয়াবহ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় সদর ইউনিয়নের পচাবহুলা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ব্যাটারি গলিয়ে সিসা তৈরির কারখানা ভয়াবহ পরিবেশ দূষণ ঘটাচ্ছে এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

শনিবার (৪ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, ইসলামপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পচাবহলা ফোটকে ব্রিজের পাশে জনবসতিপূর্ণ এলাকায় কোনো ধরনের পরিবেশগত ছাড়পত্র বা নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই কারখানাটি পরিচালিত হচ্ছে। এই অবৈধ কারখানাটি দিনরাত কোনো রকম চিমনি ছাড়াই অনবরত বিষাক্ত ধোঁয়া নির্গত করছে।

এই বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ আশপাশের ফসলি জমি ও পানিতে মিশে মারাত্মক ক্ষতি করছে। বিশেষজ্ঞদের মতে, ব্যাটারি গলানোর সময় নির্গত হওয়া সিসা (লেড) ও সালফিউরিক অ্যাসিড মানবদেহে ক্যানসার, শ্বাসকষ্ট, কিডনি বিকলসহ নানা জটিল রোগের সৃষ্টি করতে পারে। ফলে কারখানার আশপাশে বসবাসকারী সকল বয়সের মানুষ, বিশেষ করে শিশু ও বয়স্করা, মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে, এই অবৈধ কর্মকাণ্ড সম্পর্কে একাধিকবার প্রশাসনকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে এই ধরনের অবৈধ কারখানা দিন দিন বেড়েই চলেছে। সচেতন মহল দ্রুত পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ এবং পরিবেশবিধি অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান কালবেলাকে বলেন, “এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক কেমিক্যাল। ব্যাটারি পোড়ানোর ফলে আশেপাশে ঝুঁকির সম্মুখীন রয়েছে। যেহেতু তাদের পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে—এই প্রত্যাশা এখন সচেতন মহলের।

বাংলাদেশ সময়: ১৭:১৪:২৫   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
হৃদয়-অঙ্কনদের টেস্ট ব্যাটিংয়ের পর রিশাদ ঝড়ে দুইশ পার বাংলাদেশের
এভারেস্টের প্রথম অভিযানের সহযাত্রী কাঞ্চা শেরপা মারা গেছেন
জুলাই হত্যার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায়ই চলবে: অ্যাটর্নি জেনারেল
আর রাস্তায় নয়, সমস্ত কর্মকান্ড সংসদ কেন্দ্রিক করতে হবে: ফখরুল
আওয়ামী ফ্যাসিস্টরা ফাঁকফোকরে বিশৃঙ্খলার চেষ্টা করছে: সালাহউদ্দিন
শাহরুখের ৬০তম জন্মদিনে ১৪ দিনব্যাপী উৎসব
‘জুলাই সনদে স্বাক্ষরকারীরা গণঅভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে গেছে’
শাহজালালের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে ফায়ারের ৩১ ইউনিট
সরকারি প্রতিষ্ঠানগুলোকেই নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে নেতৃত্ব দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ