নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫



নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে জেলা পুলিশ সুপারের সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বেলা১২ টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিউজরুমে এই মতবিনিময় সভাঅনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় এবং সামাজিক শৃঙ্খলা রক্ষায় গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, নারায়ণগঞ্জের মানুষের অন্যতম প্রধান সমস্যা যানজট নিরসনে সমস্যার কারন চিহ্নিত করেছে পুলিশ। যানজট নিরসন করতে পুলিশ ইতিমধ্যে কাজ শুরু করেছে।

এ বিষয়ে ট্রাফিক পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে সার্বিক দিক বিবেচনা করে পুলিশ কাজ শুরু করেছে। মাদক, ছিনতাই, ডাকাতি, কিশোর গ্যাংয়ের রাহাজানি ও সন্ত্রাসী কর্মকান্ড জিরো টলারেন্সে আনতে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিচ্ছন্ন শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়ে তুলতে পুলিশ বদ্ধপরিকর।

এ কাজে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন পুলিশ সুপার। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইসরাত জাহান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সোহেল রানা, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মোঃ হাসিনুজ্জামান। এছাড়া নারায়ণগঞ্জ প্রেস ক্লাব যানজট নিরসনে জেলা পুলিশকে সবধরণের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টির সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । এসময় উপস্থিতছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, কার্যকরী পরিষদ সদস্য একেএম মাহফুজুর রহমান, রফিকুল ইসলাম জীবন, আবদুস সালাম ও প্রণব কৃঞ্চ রায়।

মতবিনিময়ের সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি রুমন রেজা, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, সিনিয়র সদস্য সাইদুর রহমান, তমিজ উদ্দিন আহমদ, হাফিজুর রহমান মিন্টূ, মাকসুদুর রহমান কামাল, সালাম জুবায়ের, রফিকুল ইসলাম রফিক, আমির হুসাইন স্মিথ, মো: শফিকুল ইসলাম, আনোয়ার হাসান, জামাল উদ্দিন বারী, হাসান উল রাকিব, দিলীপ কুমার মন্ডল, মোস্তাক আহমেদ শাওন, হাবিবুর রহমান শ্যামল, এমরান আলী সজীব, সাবিত আল হোসেন ও মো: সাইফুল ইসলাম সায়েম। সভা শেষে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনকে, পিপিএম (বার) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সম্মাননা স্মারকক্রেস্ট প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২০:২৩:০০   ১৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফতুল্লায় ১০০ ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
১৯৯ কোটি টাকায় বায়তুল মোকাররমের সৌন্দর্যবর্ধন করা হবে : ধর্ম উপদেষ্টা
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা : ইসি সানাউল্লাহ
নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ
আজ চুয়াডাঙ্গা হানাদারমুক্ত দিবস
বিদেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে : পররাষ্ট্র উপদেষ্টা
জাপান-বাংলাদেশ সহযোগিতায় কার্বন মার্কেট প্রস্তুতি ত্বরান্বিত হবে বেসরকারি খাতকে নেতৃত্ব দেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার
প্রধান উপদেষ্টার পক্ষে ২৪ লাখ টাকার আনুদানের চেক গ্ৰহণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা
ক্ষমতায় এলে এনইআইআর নীতিমালা পুনর্বিবেচনা করবে বিএনপি: খসরু
হামাসকে নিরস্ত্রীকরণের আগে গাজার শাসন ব্যবস্থা গঠন জরুরি: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ